Friday, July 30, 2021

আমন্ত্রিত সংখ্যা≈রঞ্জন মৈত্র

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||










রঞ্জন মৈত্র-এর কবিতা



অস্তরাগ

যেন সে ছবির মধ্যে জব্দ শব্দগুলো
যুদ্ধের মধ্যে খানিক রক্ত এবং পতাকা
রাগপথে সম অসম মেঘালয়
ঘুরে যাও, দেখো, আবার দেখো
শব্দরা পথ পথ করছে
রক্তরা যতদূর লং শট যায়
অস্ত উদয় উপমা
যুদ্ধকে মেরে ফেলো অনুপমা, যেন সে-ই
ক্যামেরা হাতে বড় হতে দিলো না তোমাকে
কামানটি বসে রইলো দলে ও মাদলে
যেন সে হাসিটুকু
গড়ন্ত দেয়ালে মিশে থাকা সুর
ফের দেখো, ঘুরে ঘুরে শেষ হচ্ছে ফোর্থ পিরিয়ড
টিফিনবেলার দিকে উড়ে গেলো বিদ্রোহী কবিতা 
                   

নিঃশব্দ ওয়ার্ড

গড়ানো জলের কাছে মুখ যায়
কথা নেই কোন কথা নেই
যে তালে আলো নাচছে
তাতেই ড্রামস আর গাছটি ছম্মক ছল্লো 
মুখ একটি শব্দ কথা আর একটি
ওহো কেউ কারও জন্য তৈরি ছিলো না 
ওয়ার্ডে সার বেঁধে শুয়ে অসুখেরা
জল তার সময়ে গড়ায় 
ওষুধ গড়িয়ে যায় সদরের দিকে 
তোমার বিগ বেন আমি দু' কাঁটার বেশি
পড়তে পারিনি ক্ষমা কোরো
ডালে ডালে আলো জ্বলছে ধ্বনির মাইমে
কথা নেই কোন কথা নেই
           
দ্বিতীয় ডোজ

শুনিয়েছিলেম গান
লেম এক্সকিউজ কিনা বুঝতে পিছোই আর পিছোই
সুখেরা আওয়াজ দেয়, ফস গয়ে বে!
অসুখেরা গম্ভীর, বারো সপ্তাহের আগে নো স্মাইলিং
কত অন্ত কত রকমের মিল
গান বান সন্ধান মায় বিধানচন্দ্র
ডাকতার বাঁকুড়ায় থাকে
ওদিকটায় তেমন গেলেন না বাবামশায়
ময়দানেও তেমন না
কত শিল্ড ছড়িয়ে শরতে বসন্তে
ফুটবলের উদয় অস্ত
তোমার কান্নাগুলো সুন্দরের সিন্দুকে রয়েছে
পাহাড় জঙ্গল মেঘ অনিন্দ্য ডাকতার 
ছিপছিপে সূচকে গান শোনাচ্ছে আমার চামড়া পেশী
এক লাইনের গান
অন্ত ও মিলের তরীটি উধাও
প্রিয় জ্বর আসতে পারে এই খুব অপেক্ষায়
জানলায়, মন কেমন করে 



No comments: