Wednesday, July 28, 2021

আমন্ত্রিত সংখ্যা≈রথীন বন্দ্যোপাধ্যায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||









রথীন বন্দ্যোপাধ্যায়

৫ ফোড়ন 


১)

রাত যত গভীর হয় ক্ষিদে বাড়ে

ক্ষিদের মতন তীব্র সস্ দিয়ে খাওয়া যায় গোটা একটা পৃথিবী

ক্ষুদার্ত সব বেঁচে থাকাগুলো প্রমাণিত হয়
ভীষণ বজ্রপাতে 
ঘনত্ব বাড়ে আশরীর ক্ষিদের

রাত যত বাড়ে zomato-রা সঙ্ঘবদ্ধ হয়


২)

অন্ধকার বিষয়ে কতটা তথ্য জানেন ?

গভীর কয়লা খাদানের কালো গর্ভে যে অন্ধকার থাকে তার চেয়েও কালো শ্রমিকদের সামনে কতটা দীর্ঘ অন্ধকার পড়ে থাকে, জানেন কি ?

ভাঁজ করা যৌবনের ভিতরে নীল কষ্ট তৈরি করে যে অন্ধকার, সে সম্বন্ধে কতটুকু জানেন ?

অন্ধকার কীভাবে অন্ধ হয় রাত্রিকালীন ধানক্ষেতের পাশে একাকী শুয়ে থাকে সেই অন্ধকার ধানক্ষেতেরই শব্দহীন ছায়া, জানেন কি ?

আমার এ দেশ অন্ধকার হয়ে গেলে খচ্চরের দল ফ্ল্যাশ অন করে ফটো শ্যুট করে
সমস্ত স্ট্রিটলাইট নিবে যাবার পর
সারাটা পৃথিবী অন্ধকার হয়ে গেলে ডার্করুমে নির্মিত হয় এক্স-রে প্লেট, জানেন ?

জানেন কি ?


৩)

ফুল খসে গেলে সদ্যজাত ফলের কথা ভাবুন

রাত্রি ও বৃষ্টি সমবেত হলে সেই কালো চোরটির কথা ভাবুন যে বেচারি শুধুমাত্র চুরিই করতে চেয়েছিল

সব পাঠশালা আর পাঠ্যবই নিঝুম হয়ে গেলে নিজের মুখোমুখি দাঁড়ান

ধাতব ট্রিগার যদি ধাতব আঙুলের স্পর্শে জীবিত হয় সঠিক টার্গেট ঠিক করুন

কান ও কেঁচো বিষয়ে উৎসাহিত হোন

কয়েকটা টিপস্ দিলাম, কেননা অদূর ভবিষ্যতে মঙ্গল গ্রহে জল আছে কিনা আপনিই জানতে চাইবেন


৪)

আমার দু-গালে সাঁটিয়ে চড় কষান, রাগ করব না
আমাকে কাঁচা খিস্তি ঝাড়ুন, রাগ করব না

আমার বাপ চোদ্দপুরুষ উদ্ধার করুন
আমার নামে কুত্তা পুষুন
আমি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছি
রাগ করছি না

কীসের লাইন জানেন কি ?
আজন্ম কেন লাইনে দাঁড়িয়ে আছি, জানেন কি ?
আমার মতন অসংখ্য মানুষ মানুষ চেহারাগুলোও দাঁড়িয়ে আছে লাইনে দাঁড়িয়েই আছে, কেন জানেন ?

এসব কিছু জেনে আমাকে জন্মের বেহায়া বলুন,
মাইরি বলছি, রাগ করব না

৫)

নিঃসঙ্গ চায়ের দোকানের হলুদ আলো আরও ম্লান হয়ে এলে বোঝা যায় রাত গভীরতর হচ্ছে

লাল নীল মানুষেরা সারাদিন ধরে চা আর আড্ডার তৃপ্তি নিয়ে ফিরে গেছে যে যার বেডরুমের গৃহস্থালিতে

দু একজন ভাটিখানা ফেরত যদি এখনও বসে থাকে প্রায়ান্ধকার দোকানটিতে, বোঝা যায় রাত গভীরতর হচ্ছে

বাসন ধোয়ার চেনা শব্দে প্রমাণিত হয় দোকানটির অন্ধকার নৈঃশব্দ

অবশেষে চা দোকাটির বন্ধ ঝাঁপের সামনে এসে দাঁড়াই,
রাস্তার ওপারে  অগোছালো মোটর গ্যারেজের ঝুলে থাকা টায়ারের ভিতরে আধখানা চাঁদ ফ্রেমবন্দী হলে বোঝা যায় রাত বাড়ছে 


No comments: