Tuesday, July 20, 2021

আমন্ত্রিত সংখ্যা≈প্রকাশ ঘোষাল

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||










প্রকাশ ঘোষাল-এর কবিতা


১.

আগামীকাল 

অহং গুহা থেকে টেনে আনি তোমার বিশেষ্যপদ 
দ্যাখো- 
হালকা আলোর নীচে গাছেরা মন্ত্র পড়ছে ভবিষ্যতের
অন্ধ দ্রাব্যতার বিষয়ে কথা বলবে বলে দাঁড়িয়ে আছে ভূমধ্যসাগর। 

সন্ধেবেলায় নদীর ছায়া ছুঁয়ে লিখে রাখছি ক্ষত্রিয়ের গান
নাম দেব আগামীকাল। 


২.

স্বাভাবিকতা 


মৌসুমি বায়ুর টেবিলে গোল তর্ক চলছে।এফোঁড় ওফোঁড়। লা-জবাব।

এবার গেঁড়ি-গুগলির ভবিষ্যৎ নিয়ে নাসার কিছু ভাবা উচিৎ। 

আজকাল নেটেই চাষ হচ্ছে দার্শনিকের ঘুম, ঈশ্বরের স্মৃতি।
ঢালাও বিক্রি হচ্ছে দেহের অমনিবাস।

বিজ্ঞাপনের চেয়ে বিছানা অনেক বেশি স্বাস্থ্যকর,উচ্চ ফলনশীল
বেঁচে থাকা মানেই তো আলিপুর চিড়িয়াখানা।

ধর্মকে ধর্ষণ করে দিব্যি চলছে হাটবাজার 
শুধু নির্বাচনের আগে একটু গা-ঝাড়া কিংবা ঘুমিয়ে পড়া
এটাই এখন স্বাভাবিকতা।


৩.

স্বর্গের সিলেবাস

লম্বা এক সামিয়ানার নীচে বসে আছে ঈর্ষা আর সন্দেহ। 
যে যার বাঁশিতে তাল ঠুকছে।
টপাটপ ঝরে পড়ছে ইহজন্মের ফুল।
হাততালির লঙ্গরখানায় দু'একটা বিছের ইয়ার্কি দেখে
ডিগবাজি খাচ্ছে ডিজিটাল দশাবতার।

হাজার কথার ফাঁকে স্ট্যাচু অফ পভার্টি উঁকি মারছে মড্যুলার কিচেনে 
শ্বাসনালীর সরগমের পর ইদানীং হ্যালোজেন পরিবার পিছু একমুঠো চাল হরিণের ছুট
মনপসন্দ নয় বলেই আজকাল যতিচিহ্ন খুলে দিচ্ছে স্বর্গের সিলেবাস।



No comments: