Friday, July 30, 2021

আমন্ত্রিত সংখ্যা≈উদিত শর্মা

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||








উদিত শর্মা



পিৎজা কনফিডেন্স 

শুধুমাত্র কতগুলো কফিব্রেক দিয়েই 
একখানা আস্ত বাড়ি বানানো যায়। 

সেখানে কোনো কুয়াশা বিকেল বা
ডুবসাঁতারের স্থান নেই। 

শুধুমাত্র শিশিরের বারকোডেই
পাওয়া যাবে প্রবেশাধিকার । 

দেয়ালবিহীন সেইসব বাড়িতে আমাদের 
ইজিচেয়ারের কয়েকটি হাতলই যথেষ্ট । 

গণতান্ত্রিক রীতি অনুযায়ী ফুলকাটা
টি- সার্ট আর উচ্ছল স্নিকার। 

ছড়ানো ছিটানো মিনারেল আলাপ থেকেই
উঠে আসবে আমাদের পিৎজা কনফিডেন্স । 


প্যানিক মোড অন

মধ্য দুপুরের পা-ধা-নি-সা থেকে প্রেম ডট কম। 
ব্রিদ ইন , ব্রিদ আউট 
বাঁ দিকের বুক পকেটের গোপন দ্বারে
ওপেন এন্ডেড সংলাপ... 

প্রতিটি টি ব্রেকে দেড় চামচ চিনি
এবং লাঞ্চ ব্রেকে এক চামচ চিলি সস্
বিকেলের চুমুকে জিব বের করা ভূতের স্মাইলি 
প্যানিক মোড অন... 

টাইট জিনসে গীটারের ঝংকার :
 " বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে "


ধন্যবাদ 

যেকটি ধন্যবাদ পকেটে জমা হয়েছে 
সেগুলো ভাঙিয়ে কয়েকটি ধবধবে দিন
কিনতে চাই। 
আর একটি হুডখোলা পাহাড়। 
সময়ের হা থেকে বেরিয়ে ফুঁ এ ফুঁ এ
জীবন কাটাবো। 
ফিরে যাবো সেই দরবারি বিকেলের কাছে। 
রূপসী বাঁশির ভাইব্ স্  এ বুঁদ হয়ে
এক চুমুকে শেষ করে ফেলবো
সবকটি ঠোঁটের সুপ্রভাত। 

1 comment:

Samarendra Biswas said...

ভালো লাগলো