Friday, July 30, 2021

আমন্ত্রিত সংখ্যা≈রুবি রায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||










রুবি রায়-এর কবিতা



শ্যামাসঙ্গীতের ব্ল্যাকমেইল 

যে চিন্তাগুলি অদৃশ্য দ্রাব হয়ে ঘুরে বেড়াচ্ছে বটম টু বটুয়ায় --
তারা সকলেই ম্যাটিনি শো ছেড়ে বেরিয়ে এসেছে।
মগডালের স্ক্রিনশট তুলে এগিয়ে গেছে বহুকোশী ইমেজে ।
গোলাপি তৃপ্তিতে ভরপুর সকল আদিমরস ।
এক আটপৌরে ঢেকুর থেকে ওড়ে সাদা পায়রা ।
তবে, দূরে কোথাও শ্যামাসঙ্গীত ব্ল্যাকমেইল করে উঠলে আদিমতা হ্রাস পায় । 
হোমোসেপিয়ান্স থেকে ঝোলে ঝিরণী নৈতিকতা ।
গুপ্তবীজী মন্থর ঘটনার উদাহরনগুলি নিজস্বতা কায়দায় শিশির ফলিয়ে যায় ভ্রু অঞ্চলে । 

সুতরাং, বলা যায় আদিমতা # লুকোনো তৃতীয় জ্ঞানচক্ষু । 

                   
রুদ্রাক্ষ

আমার বুকের গ্লোবাল ওয়ার্মিং যখন বেড়েই চলেছে তখন রুদ্রাক্ষ দুপুর বিষিয়ে গিয়ে ফুলপ্যান্টে তুমি  কবিতা লিখছ ।
ফরটি এইট মেগাপিকসেল ভেদ করে তিন দশ তিন পরিধি সমৃদ্ধ যমজ উষ্ণতা হালকা হল তোমার ছেদহীন অঞ্চলে ।
      তৈলাক্ত সিরিজের কাঠামোয় লাগল পদান্তর ।

আতরমাখা এক্সক্লুসিভ ফেমিনিজমে ভিজে এসেছি তোমার তর্জনী ও বৃদ্ধাঙ্গুলির অসামান্য যোজ্যতায় ।
যখন সেগুলো ঠোটস্থ করি ,পাসওয়ার্ড খুলে বেরিয়ে আসে কিছু তুলতুলে আদুরে শব্দ ।

যদি কখনো , বইমেলার কোলে আমার ধ্যানস্থ আঁচল খসে পড়ে .....তখন তোমায় বেঁয়ে উঠুক সর্পগন্ধা । 
     লিগামেন্ট থেকে কিছু সময় ধার করে ট্রেকিং করো , এরপর একটা পরিভ্রমনের কাহিনী শুরু হবে ৩৫ পৃষ্টা থেকে ।

  
গবেষনার ঠিকানা

সন্দেশ পাঠালাম আমার ব-দ্বীপ সমভূমির ।ঘেমে যাওয়া মাইক্রো সেকেন্ড গুলিতে লাগুক উন্মাদিত বাঁশির সুর ।

          জ্বালামুখ গবেষক হয়ে দাঁড়াক ।

উরুর প্রশস্ত পথ ধরে প্রদীপ নিয়ে সাবধানে পাড়ি দিও এক নতুন মাটিতে ।

তৃষ্ণার্ত ঘাসগুলি সরিয়ে এগিয়ে গেলেই ম্যাচিওর কামিনীর গন্ধে লেখা থাকে শঙ্খ লাগার আবেদন । 

খোলা বোতাম জানালায় চশমা টানলেই দেখতে পাবে দুটো শ্বেত পদ্ম। তাদের বৃত্তাকার দানায় নিম্নচাপের কালোমেঘ ....

সাম্রাজ্য বিস্তার ভঙ্গিতে ফুলগুলোকে হাতের মুঠোয় চেপে ধরো-- মেঘ ভেঙে বেরিয়ে আসুক শান্তির বাণী ।

ঠোটের দাওয়ায় বসে আছে যে বুলবুলি -তাকে ভিজিয়ে দিয়ে নাচিয়ে দিও।

শ্বেত চন্দনে পরিপূর্ণ হোক তিতলির সমভূমি!সঠিক ঠিকানায় চেপে প্রভু চলে এসো ।

দুলে উঠুক সিংহাসন । পরাজিত বসন এবার ধুলো মাখুক । 



No comments: