ভারতীয় সংগীতের প্রথম সুপারস্টার ক্যুইন গৌহর জান্ ও
উর্দু কবি আকবর ইলাহাবাদী ....
পুষ্পিত মুখোপাধ্যায়
বিশ্বে প্রথম গান রেকর্ডিং হয় 1877সাল থেকে। অবিভক্ত ভারতের গৌহরজানই প্রথম শিল্পী,যাঁর গান 1902সালে 2রা নভেম্বর প্রথম রেকর্ডিং হয়।
গৌহরজানের আসল নাম অ্যাঞ্জেলিনা। এক খ্রিষ্টান পরিবারে জন্ম। 1873সালে 26শে জুন। মারা যান 1913সালে 17ই জানুয়ারি।
গৌহরজান একবার এলাহাবাদ যান এবং জানকী বাঈএর ঘরে ওঠেন। এটা সম্ভবত 1910সালের ঘটনা। গৌহরজান এলাহাবাদ থেকে বিদায় নেবার আগে জানকী বাঈকে বলেন ..."এখানে উর্দু কবি খান বাহাদুর সৈয়দ আকবর ইলাহাবাদীর সঙ্গে দ্যাখা করতে আমার ভীষণ ইচ্ছা করছে।একটু যদি নিয়ে যেতেন..." জানকী বাঈ বলেন "আজ কথা বলে নিয়ে কাল যাবো ।" সুতরাং পরের দিন দুজনে মহারসিক কবি আকবর ইলাহাবাদীর ঘরে হাজির হন। জানকী বাঈ পরিচয় করিয়ে দিয়ে বলেন..."এ কলকাতার বিখ্যাত গায়িকা গৌহরজান। আপনাকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল ,সেজন্য আমি একে নিয়ে এলাম। "
মহারসিক আকবর ইলাহাবাদী সাহেব বলেন "এ আমার পরম সৌভাগ্য ! নতুবা আমি না তো নবী,না ইমাম,না বিচারক,না কোনো গ্রন্থ,না কোনো ওলি। প্রথমে জজ ছিলাম,এখন রিটায়ার্ড করে কেবলমাত্র "আকবর"ই রয়ে গেছি। আমার বুদ্ধিতে কুলোচ্ছে না আপনার আমি কি সেবা করতে পারি।যাইহোক,স্মৃতি স্বরূপ একটা শের লিখে দিচ্ছি।"এই বলে আকবর ইলাহাবাদী সাহেব একটা শের কাগজে লিখে গৌহরজানের হাতে তুলে দেন ....
খুশনসীব আজ ভলা কৌন হ্যায় গৌহর কে সিওয়া
সবকুছ্ অল্লাহ্ নে দে রক্খা হ্যায় শৌহর কে সিওয়া "
(শৌহর ..স্বামী)


No comments:
Post a Comment