পিনাকীরঞ্জন সামন্ত-এর কবিতা
সাপ্তাহিক...
১)
এই সন্ধ্যা আমাকে ভাবায় না
এই সন্ধ্যায় পাখিরা আসে না আর
তবু এই সন্ধ্যাকে ডেকে নিই কাছে
সন্ধ্যা - ক্রমশ রাত্রি হবে জেনে
এই সময় এক কাপ চা ও একটি সিগারেট
এবং obviously একটি নারী...
প্রয়োজন... যদি সে হয় নদী
সঙ্গে নিয়ে..., ভেসে যাব
ব্ল্যাক হোল টু দি পয়েন্ট ঐ ভূমধ্যসাগরে ।।
২)
একটি অঙ্ক ও একটি ছবি
পাশাপাশি
পথের পাঁচালীর সুর
একটি জীবন ও একটি মৃত্যু
পাশাপাশি
হেঁটে হেঁটে বহুদূর ।
আজ মোটোর-বাইকের চাকা পাংচার
পকেট অঙ্কে জিরো...
তাই অঙ্ক নিয়ে কোনো প্রশ্ন নয়
ছবি নিয়ে ক্লান্তি শুধূ...
সিগারেট আমি ও ভাবনা - পাশাপাশি
পুড়তে পুড়তে... ক্রমশ....।
৩)
কলকাতা চিত্রনাট্যের আনাচে কানাচে
টিভির চ্যানেলে চ্যানেলে
তর্কে বিতর্কে
চাষে বাসে - শিল্পায়নে শপিংমলে
সরকারি প্রশাসনে
বিশেষ্য বিশেষণে
অথবা হতে পারে - কৃষি বিল থেকে কৃষক আন্দোলনে
গুষ্টির মাথা...
কলকাতার গোপালরা - বড় সুবোধ বালক
কী চমৎকার ঐ কন্ডম
কী চমৎকার ঐ মরীচিকা বাহার
হাওড়া স্টেশন, ফেরিঘাট - ভাগীরথী
পেরিয়ে পেরিয়ে অবশেষে ...
৪)
ছুড়ে দিলাম অঙ্কের খাতা অবাধ্য রসিকতার মাঝে
উঠে এল নূপুরের ঢল বিষ্ণপ্রিয়া সাজে
কে বলেছে ? অঙ্কে হলো ভুল
সারিবদ্ধ রঙিন পুতুল....
ঢেউ'এর বিস্তারে পুষ্করিণী সাজে
নগ্ন কাঠবিড়ালি আর আমি রসিকতার মাঝে
চলো যাই ....
আবার আমরা অঙ্ক নিয়ে বসি
আমি, কাঠবিড়ালি, তুমি ও বিষ্ণুপ্রিয়া সখী ....
অঙ্ক নিয়ে হোক আজ লুকোচুরি খেলা
জলের ভিতর বাজুক অঙ্গ - নতুন বর্ণমালা ।।

No comments:
Post a Comment