বিনীতা সরকার-এর কবিতা
খোলা চিঠি
রাতের আকাশে জেগে
একলা একা তারা
চুপিচুপি রাত ভোর হবার গান শোনায়
ঠাঁই দাঁড়িয়ে থাকি
জানালার গ্রিল ধরে
ঝিঁঝিঁ ডাকা কোনো এক সন্ধ্যায়
একান্তে,খুব নির্জনে,নিরালায়
বাতাসে ভেসে আসে শিউলির ঘ্রাণ
উড়ে যায় আঁচল হাওয়ায়
দু'চোখে শুধুই মাতাল চাওয়ার ঘোর
তোমার স্পর্শে নতুন প্রাণ
তোমার ছোঁয়া মনে শিহরণ জাগায়
তুমি আসবে বলে
কেটে যায় দিনের পর দিন
মাস,বছর, ঘুম না আসা
রাতের প্রহর অবলীলায়
জেগে আছি আলো হয়ে
তোমার বুকের ভেতর
তুমি ছুঁয়ে দেখো হৃদয়বন্দর
চিনে নাও আমায়
ঘুম না আসা স্বপ্নেরা
দু'হাত বাড়িয়ে শুধু
তোমাকে ছুঁতে চায়
তোমাকে কাছে পেতে চায়
ক্ষয়
একটা সরু সুতোর উপর দুলছে জীবন
দুলছে যাবতীয় স্বপ্নের মিছিল
রাত বাড়ছে বুকের ভেতর
গভীর অসুখ
অসুখ ভিতরে-বাইরে
শুশ্রূষাহীন সময় নদীতে
বসে আছি পা ডুবিয়ে
কোন বন্ধুর হাত এগিয়ে আসছে না
মৃত্যু গভীর ছায়া ফেলছে চোখেমুখে
নীড়
তোমার ঘন নীল আকাশ বুকে
হারিয়ে যাওয়া
আমার নিত্যদিনের অভ্যেস
দিনান্তের রঙ মেখে ঘরে
ফেরা ক্লান্তি তোমাতে হয় বিলীন
তোমার ওই পাখির নীড়ের মত চোখ
আর ঘন কালো চাহনি
যেন এক গভীর মায়া
টলটলে বিশ্বাস ভেসে ওঠে তাতে
আমি ডুব সাঁতারে খুঁজে পাই মুক্তো
বারংবার
তোমাতেই খুঁজে পাই
এক নির্মল শান্তি ঘেরা আশ্রয়
বট বৃক্ষের দীর্ঘ শীতল ছায়া
ক্লান্তি মুছে দেওয়া মিষ্টি বিকেল
তপ্ত মরুর বুকে অবারিত বারিধারা
স্নিগ্ধ শান্ত চাহনি
যেন ভৈরবী সুরের আলাপ
তুমি ক্ষত সারিয়ে দেওয়া ঔষধি প্রলেপ
শান্তির বাতাবরণ
এক উদার উন্মুক্ত আকাশ
তোমাতেই খুঁজে পাই নিবিড় প্রশান্তি
খুঁজে পাই এক বুক নীড়…

No comments:
Post a Comment