Thursday, July 8, 2021

বিশেষ সংখ্যা~পুষ্পিত মুখোপাধ্যায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||                    
  
বেগম আখতার ও শক়িল বদায়ুনী...
(অ্যায় মুহব্বত্ তেরে অঞ্জাম পে রোনা আয়া)

পুষ্পিত মুখোপাধ্যায়



বিশ্বখ্যাত গ়জ়ল,ঠুমরি,দাদরা গায়িকা মোহতরমা বেগম আখতার সাহিবার (মূল নাম আখতারি ফ্যায়জাবাদী) অতি জনপ্রিয় গ়জ়ল "অ্যায় মুহব্বত্ তেরে অঞ্জাম পে রোনা আয়া ...এর সঙ্গে সম্পৃক্ত ইতিহাসটা অত্যন্ত অদ্ভুত। 
   বেগম আখতার একবার বোম্বাইয়ে এক মেহফিলে সুরের তুফান তুলে ফিরছিলেন। পরের দিন তিনি লক্ষণৌ যাবেন। সঙ্গে বাদ্যযন্ত্রিরাও ছিলেন। লক্ষ্ণৌর   ট্রেন ধরার জন্য ভি টি ষ্টেশনে পৌঁছন। ট্রেনে বসে তিনি গাড়ি ছাড়ার অপেক্ষা করছিলেন। তখন আখতার সাহিবাকে খুঁজতে খুঁজতে তৎকালিন সময়ের এক তরুণ শায়র ভি টি ষ্টেশনে এসে পৌঁছন। শায়র সাহেব ট্রেনের প্রতিটি কোচে উঁকি মারতে মারতে এগোচ্ছিলেন। আচমকা সেই শায়রের দৃষ্টি ট্রেনের একটা জানলার পাশে বসা বেগম সাহিবার ওপর পড়ে। সেই মুহূর্তে ট্রেন ছাড়ার সিগন্যাল হয়। শায়র সাহেব দ্রুত সেই জানলার কাছে পৌঁছন। তাঁর এবং বেগম আখতারের মধ্যে কুশল বিনিময় হয়। তরুণ শায়র নিজের পকেট থেকে এক টুকরো কাগজ বের করে বেগম সাহিবার দিকে এগিয়ে দেন। ট্রেন ছেড়ে দেবার মুহূর্ত খানেক আগে কাগজে কি লেখা আছে না পড়েই বেগম আখতার নিজের ভ্যানিটি ব্যাগে রেখে দেন। সারারাত ট্রেন চলে। ট্রেন যখন সকালে ভুপালে পৌঁছয়,চায়ের কাপে চুমুক দিতে দিতে ভ্যানিটি ব্যাগে রাখা সেই তরুণ শায়রের দেওয়া কাগজটার কথা বেগম সাহিবার মনে পড়ে। 
  বেগম আখতার কাগজটা খুলে দেখেন তাতে একটা গ়জ়ল লেখা । আখতারি সাহিবা রাগ "ভৈরবী "তে গুণগুণ করতে থাকেন। গ়জ়লটি ছিলো...অ্যায় মুহব্বত্ তেরে অঞ্জাম পে রোনা আয়া ....। লক্ষ্ণৌ পৌঁছনোর আগে,ট্রেনের মধ্যেই তিনি হারমোনিয়ামে পুরো গ়জ়লটা কম্পোজ করে নেন। লক্ষ্ণৌর অল ইন্ডিয়া রেডিওতে বেগম আখতারের প্রোগ্রাম ছিলো। 
বিশেষ করে যখন তিনি ওই গ়জ়লটা শোনান,সুরের মূর্ছনায় উপস্থিত সবাই মাতোয়ারা হয়ে যান। শ্রোতারা যখন শেষ পংক্তিটা শোনেন....জব হুয়া জিক্র এ জ়মানে মেঁ মুহব্বত্ কা "শক়িল ...তখন শ্রোতারা জানতে পারেন এই গ়জ়লটার শায়র শক়িল বদায়ুনী সাহেব।  ভি টি ষ্টেশনে বেগম আখতারের হাতে কাগজটি গুঁজে দিয়েছিলেন যে শায়র তিনি আর কেউ নন শক়িল বদায়ুনী সাহেব,যিনি গ়জ়ল লেখক কবি হিসাবে বিশ্বখ্যাত হন। বেগম আখতার ও শক়িল বদায়ুনী গ়জ়ল সাম্রাজ্যে যেন সমার্থক হয়ে পড়েন। বেগম আখতারের গাওয়া বেশিরভাগ বিখ্যাত গ়জলগুলি শক়িল সাহেবেরই লেখা। 



No comments: