Friday, July 2, 2021

বিশেষ সংখ্যা~পুষ্পিত রুবাই...

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||

পুষ্পিত মুখোপাধ্যায়











পুষ্পিত রুবাই.....

(1)

সামনে তোমার স্বপ্ন ওড়ে,ধরতে গেলে
হাত বাড়িয়ে ধরতে যাবে,ধরতে গেলে
ছিঁড়বে দড়ি,কাঠামোটাও হুড়মুড়িয়ে
স্বপ্ন চাপা পড়বে বোকা,ধরতে গেলে।

(2)  

প্রিয় ঘুম ভেঙ্গে গেলো ভোরে 
স্বপ্নতে চোখ আছে ভোরে।
স্বপ্ন জড়ানো চোখের পাতা
চাইনা খুলতে এই  ভোরে।

(3)

হাঁফিয়ে উঠেছে মিয়াঁ,শহরে মানুষ জঙ্গলে
সবুজ কাঁদে মনের দুখে,কংক্রিটের এই জঙ্গলে।
খোলা আকাশ,তেমন বাতাস,চড়াই পাখিও নেই
মাথা খুঁড়ে মরবে মানুষ,শুধুই বাড়ির জঙ্গলে ।

(4)

টেলিফোনে কথা হয়,মিস কল দেয় মিয়াঁ
শুকিয়ে আসা গাছের গোড়ায়,কেউ জল দেয় মিয়াঁ।
ডায়াল করি ঘুরিয়ে আমি,সুরেলা কণ্ঠ শুনি
করেছি মানত পীরের মাজারে,যদি ফল দেয় মিয়াঁ।

(5)

ভাবছিলাম দিনটা বৃষ্টি দিয়েই হবে শুরু
বাদলা দিনে গল্পটা বৃষ্টি দিয়েই হবে শুরু।
কলম খুলেই ব্যথার আকুল ধারাপাত
যাই ভাবি প্রিয়,রক্ত বৃষ্টি দিয়েই হবে শুরু।

(6)

ঘষা কাঁচ লন্ঠন,তোমার মুখে আলো
ঘন কালো মেঘ,বিদ্যুৎ চমকালো।
চকিত চাউনি,আকাশে তাকালে তুমি
তুলে রাখো মুখ,বিদ্যুতে হোক আলো।

(7)

তার সে খোলা কোমর,ছলাৎ ঢেউ তোলে
দেবতা হারালো কোথায়,দৈত্য যে মাথা তোলে।
তোলা থাক মিয়াঁ জপের মালা মন্ত্র সব
ভেতরে আমার নদী,হঠাৎ ঢেউ তোলে।


No comments: