Saturday, July 10, 2021

আমন্ত্রিত সংখ্যা≈দেবযানী বসু

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || 
                                       









দেবযানী বসু-র কবিতা

পানসির পৌরোহিত্য

ঝাড়বাতিতে জন্মাল জামরুল
জারুল দারুল
বাতি চুঁইয়ে ভালোবাসা নামে ধরণীতে
অপরাজিতা ভরা আগুন পানসি কবির বুকে
তিনজনের একজন অনুপস্থিত
সক্রেটিসের যুগ থেকে প্রেমের নিয়ম এই
হাতের আড়ালে রাখো মঘানন্দিনীর আগুন
ঐ কামিজনারী ফুটিবেই যথাস্থানে এব চ
জাগ্ৰত তারকেশ্বর দীপদুপুর
তখনও কবির ভিটে ছুঁয়ে বইছে নদীটি
সাগরিকা দাঁড় পাল নিয়ে
প্রত্যঙ্গসীমানা পেরিয়ে।


কাঠিঘুর্ণী

একটি শুককীট প্রজাপতি হবে বলে গলা সাধে রোজ।
রোজ উড়ুক্কু গাছের ষড়যন্ত্র উড়ুক্কু মাছের নামে চালানো হয়।
বি শার্প শঙ্খলাগার মিথ্যেটুকু বয়ে বেড়ায়
' বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়' --
রনপা চড়া রোদ
একঠেঙো হাওয়ার চোখে জলসত্র
নিরোনীরোদের মুখ ধোয়ানো নদী
এত ষড়যন্ত্র যে কাঠি ফড়িং পর্যন্ত কাঠি করতে ভুলেছে।
বাসি ভাতের গন্ধে রাজনীতি টকে গেছে।

মহাকাশে ফেলা বাতিল প্রেম

সামরিক গোয়েন্দা কুকুরের কাছে ধরা পড়ে
নিরো ও নীরোদের পার্থক্য।
বিগতগন্ধা ফুলের ভিতর পচাগলা ব্রেসিয়ার
নিরোর গন্ধ শুঁকে শুঁকে নীরোদকে আবিষ্করণ
গুজবের কৃষ্ণগহ্বর গল্প গেলে গোগ্ৰাসে
কবিতা গেলে না
কতো যে মানুষ শূন্য থেকেই চিহ্ন ধরে
খেয়ে পরে বেঁচে আছে
কবি চেয়েছিল বলে গ্ৰামের নামটি ধানকমলি আজ।
জখম জমি কারখানার
জমিতে ভালোবাসার বেজি ও ভামের দল
শহরে এলে পুড়িয়ে মারা হবে তাদের।

1 comment:

Rathin Bandopadhaya said...

ভালো লাগলো