Tuesday, July 20, 2021

আমন্ত্রিত সংখ্যা≈সমীরণ ঘোষ

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||









সমীরণ ঘোষ

থাবার শূন্য


সস্তা মাংসের ঘরে কুকুরগুলো 
ফোঁটা ফোঁটা সাংকেতিক শব 
বারবার পিন গুঁজে কারোকেই জাগানো যাচ্ছে না

দস্তানা খুলে রাখার পরও ভয়ংকর দাগের বরফ
পাভলভ ফুরোনো ঘণ্টার। নিচু দেশের ধাতব
মাংস ও কুকুরগুলো অনুবর্তিত হচ্ছে 
ছোপ ছোপ হাওয়ার বাজনায়

দ্বীপ আত্মশুদ্ধির। যৌনরেডিও খুলে 
আত্মহিম জেনানামহল 



চল্লিশদিনের জন্য ভুলে থাকা শরীরে 
পেরেক ঠোকার নির্মম 
চল্লিশদিনের কাচ বালিরজনীর স্মৃতি

হাড়ের ঘোড়াও এত বজ্রউন্মাদ
অস্থিপোড়া গানের ভ্রুকুটি। লোহার পাতাল
কিন্তু সতেরদিন শলাকাবেঁধা শরীরের যম
সিঁড়ির পেরেক বেয়ে শূন্যে মেশা ঘোড়া ও পাতাল

ধ্বনির কাঁটায় রাত ঘনঘন আলোকে কামড়াচ্ছে 



সাদা আলোর তুলনায় কুকুরগুলো নেহাতই পলকা
তাওয়ার গনগনে কুকুরদের ছিঁড়ে ফেলছে
ভারি শিসে

শূন্যের ভুট্টাক্ষেতে গুঁড়ো গুঁড়ো পাখির ঝুমঝুমি
জানলা ও মাংসের দেয়াল ফুঁড়ে কুকুরগুলো
ক্ষিপ্ত  আর অবিবেচকরকম লাল
আলোর পলকায় শুধু  অনতিক্রমণীয় ঘেউ
সুরের নিশীথ 



বৃষ্টি সেলাই করছে কুকুরদের সাংঘাতিক ক্ষত
আর কুকুরগুলো তীব্রতম বৃষ্টির জাহাজ 
বিন্দু খুইয়ে অবিচল তরঙ্গের জিভ

মাংস আর প্রভুর চিৎকারও হয়তো ফেরাতে 
পারবে না
মাংস আর প্রভুর আর্তনাদে চিরে ফেলবে
আকাশ। হামেহাল। বৃষ্টির কুকুর



বাজনার গুটি কেটে বাজনা বেরুচ্ছে 
লাল খুনের পাখনা

ভাপের মহল্লায় রুটি। তখনও বোমারু
ছায়ার বিমান। নখের আগুনে জ্বলা দ্বীপ 

রাত্রি দুটুকরো। বুঁদ। আলোর বেদানা
বাজনা গলছে। সাদা ফুসফুস। জিভের হাপর



জানলার দূরবিন ব্রোঞ্জের পাখিকে পুষছে
এই খরশান। গুহ্যনীল। ধাতুর সুদূর 

পারদ পর্যন্ত খোঁড়া নদীর কিতাব। ঢেউ মিনার
সূর্যাস্ত। সন্ধে মাংসের ভাঁজে। ঝুরঝুরে 
বালির অক্ষর
খুন হওয়ার আগেই চাঁদ স্মৃতির বরফ
শিস ঘোড়ার টিমটিমে 
মেয়েটির গোঙানি লেগে মেঘের আরব
কুকুরদের ফেরাচ্ছে  লাল সঙে


1 comment:

Sabyasachi said...

কুকুর - কে মাঝখানে রেখে এক ক্ষতকে বুনেছো, রহস্যকেও। ছোটো ছোটো টুকরোতে বাস্তব ও পরাবাস্তবের সুতো যেন টের পাচ্ছি। কে যেন আঙুল দিয়ে অন্ধকারের সামনে দাঁড়াচ্ছে, দরজা খুলেও অন্ধকার দেখছে। নারকীয় বাতাবরণ যা এই সভ্যতায়। এই এই কি সেই ব্ল্যাকহোল? মুক্তি নেই। আমার বিস্ময় থাক। আর শব্দব্যবহারে ও প্রয়োগে, বিন্যাসে তোমার স্বাক্ষর উজ্জ্বল, যেমন জেনানামহল। আমার পঠপিপাসা এভাবেই জাগিয়ে রাখো তুমি।