Tuesday, February 25, 2020

অরণী পঞ্চধ্যায়ী

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। পঞ্চম প্রয়াস ।










হটাৎ বৃষ্টি ....    অরণী পঞ্চধ্যায়ী

এই নিয়ে পর পর কতগুলো যে লাইন কাটলো , একটাও মনের মতো হচ্ছে না । অথচ রাত পেরোলেই লেখাটা জমা দিতেই হবে । বৃষ্টি নিয়ে কবিতা লিখতে হবে তাও আবার এক রাতের মধ্যে ! বৃষ্টি তার  সত্যিই খুব কাছের , এক রাত কেন , এক মুহূর্তে বৃষ্টিকে নিয়ে একদিন কতকিছু সে ভাবতে পারত । বৃষ্টি পড়ার ছন্দ , ভিজে মাটির গন্ধ তার মনের সাদা পাতায় কতো অক্ষর সৃষ্টি করেছিলো , বেঁধে ছিলো কতো ছন্দ । কিন্তু যে তাকে বৃষ্টিকে নিয়ে ভাবিয়েছিলো , বৃষ্টি ভেজা রাস্তায় তার সাথে পথ হেঁটেছিলো, আলিঙ্গন করে বলেছিল,  ' কোনোদিন দূরে চলে গেলে বৃষ্টি হয়ে তোকে ছুঁয়ে যাবো , দেখিস '  সেই পুরনো   বন্ধু আজ আর তার সাথে নেই । জানলার পাশে এসে দাঁড়ালো , বাইরে মেঘের হাঁকডাক । সেদিন তার বৃষ্টির ওপর লেখা বইটি যখন সাহিত্য আকাদেমী পুরস্কার পায় তখন অভিনন্দন -এর জোয়ারের  মধ্যে সেও এসেছিলো তবে  প্রয়োজনে। খ্যাতির স্রোতে ভেসে গিয়েছিল তার সেই বন্ধুর প্রয়োজন , একদম খড়কুটোর মতো । আর সে কোনোদিন আসেনি ,তবে পরে জেনেছিল তার সেই বন্ধু তাকে ছেড়ে মেঘের দেশে চলে গেছে । বুকের ভিতর তোলপাড় করলো হারানোর যন্ত্রনা , চোখ ভিজে এলো । শূন্য দুটি হাত বাড়িয়ে দিল জানলার বাইরে , হটাৎ বৃষ্টি ।

1 comment:

অশোক ঘোড়ই said...

খুব ভালো লেখা।