Tuesday, February 25, 2020

পাপিয়া মহাপাত্র

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। পঞ্চম প্রয়াস ।









নিরুত্তর      পাপিয়া মহাপাত্র     


ছোট্ট একটা টেলিফোন। নিস্তব্ধতা । সিগারেটের ধোঁয়া। ঘন অন্ধকারে হাতছানিতে একটা চেনা গলার আওয়াজ ।
"হ্যালো, তুমি বলছো । "
স্তব্ধ সময় । থমকে গেলাম আমি । সিগারেটের প্যাঁচানো ধোঁয়ার আস্তরণ পেরিয়ে এল আমার ফেলে আসা  
সেই অতীত ।
 ফের এলো " আমি বলছি"।
 নিরুত্তর আমি টেলিফোন হাতে ।
জানালার ফাঁক দিয়ে এক মুঠো হলুদ আলো সারা শরীরে লেপটে নিয়ে বসে রইলাম । 
দূরে ঘন কুয়াশার গম্ভীর আস্তরণের ভিড় ঠেলে বেরিয়ে আসছে একটা প্রান।
হেঁটে চলেছে , নেচে চলেছে ,গেয়ে যাচ্ছে নিজের খেয়ালে ,
তখনও টেলিফোন হাতে আমি চুপ করে জানালার এপাশে।
"পেয়েছি পেয়েছি " 
চিৎকার করে বলি "পেয়েছি আমি পেয়েছি।"
এখন আমি বাঁচব নীলাঞ্জন ---- তোমায় ছাড়া

No comments: