সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ। পঞ্চম প্রয়াস ।
সম্পাদকীয় নয় কিন্তু...
অভিজিৎ দাসকর্মকার
আমার নয় আমাদের সকলের প্রয়াস। প্রতি মাসের ২৫ তারিখ সাধারন সংখ্যা।আর মাসের ১৫ এবং ৩০ তারিখ "এবার আমরা শুনবো আপনার কথা আপনার কবিতা " প্রকাশিত হবে।
আমরা সবসময় উন্নত মানের লেখাকেই প্রাধান্য দেবো।টিকে থাকার লেখা। ভাঙার লেখা। ভেঙে নতুন ডিকশন তেরির লেখা।
যে লেখা পড়ে বাঙালির ভাত ঘুম উড়ে যাবে। উঠতে বসতে ভাতে বাধ্য হবে এই লেখাটিতে এমন কেনো শব্দ,দৃষ্টিভঙ্গি, ভাবনা সব পাঠক হিসাবে আমাকে ধ্বণিত করছে।হ্যালুসিনাজড হয়ে পড়ছি।মনের অজান্তেই চাহিদা বাড়িয়ে তুলছে।
পুরনো পোশাকে আমরা কি এই সময় সাজতে চাইবো রোজদিন?
পুরনো কি-প্যাড দেয়া ফোনে আমাদের চাহিদাগুলো মিটবে এই ডিজিটালে?
তাহলে সাহিত্যেই বা কেনো আম পাতা জাম পতা, চাঁদ ফুল নক্ষত্র থাকবে? থাকুক তবে তাদের নবনাইজড করে রাখবো...
এগুলো আমার বিশ্বাস।চাপালাম না। কারণ বিশ্বাস আর মানা নিজের উপর...

No comments:
Post a Comment