Tuesday, February 25, 2020

রাম সরেন

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। পঞ্চম প্রয়াস ।









অন্ধকূপ হত্যা          রাম সরেন


"ভাই সত্যি কী সিরাজ উদ দৌলা অন্ধকূপ হত্যা করেছিল" রাহুল সুমিতকে জিঞ্জাসা করল। সুমিত বলল-- "আমার তো মনে হয় এমন কোনো ঘটনা ঘটেনি, নবাবের সন্মান খর্ব করার জন্য হলওয়ে একটা কাল্পনিক গল্প ফেঁদে ছিল মাত্র, না হলে তার বর্ণিত ঘরের মাপ অনুযায়ী কখনই ওরকম ছোট ঘরে ১৪৬ জন থাকতে পারে না সেটা আমাদের ভারতীয় ঐতিহাসিকরা প্রমাণ করে দিয়েছেন, তবে এ নিয়ে প্রচুর বিতর্ক আছে।"
এই ঘটনা নিয়ে রাহুল বেশ আগ্রহ প্রকাশ করল, সে তার শিক্ষকের কাছে ব্যাপারটা বিস্তারিত জানতে চাইল কিন্তু শিক্ষকের জবাবেও তার মন ভরল না। রাতে দু-চারটে বই ঘেঁটেও তার মনের মতো জবাব সে পেল না।তাই সেটার কথা আর না ভেবে সে ঘুমিয়ে পড়ল, বিঞ্জান বলে " যে বিষয়টি আমাদের মনে গভীর প্রভাব ফেলে সেটি সম্পর্কিত স্বপ্নই রাতে আমারা দেখতে পাই।" রাহুলের সঙ্গেও একই ঘটনা ঘটল।সে ঘুমোনোর পর সেই স্বপ্নই দেখতে লাগল। সে দেখল যে -  ইংরেজরা দুর্গ তৈরি করতে ব্যস্ত তারা নবাবের অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করলো না। খবরটি নবাবের কাছে যেতেই তিনি বিচলিত হয়ে পড়েন এবং তিনি ইংরেজদের দুর্গ নির্মাণ বন্ধ করার নির্দেশ দেন তবে ইংরেজরা তা অমান্য করে দুর্গ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল, এদিকে মুর্শিদাবাদে সিরাজ তার আত্মীয়দের সঙ্গে অন্তর্দ্বন্দ্ব লিপ্ত হয়, আত্মীয়দের এক অংশ সিরাজকে নবাব হিসাবে মেনেনিতে পারছিল না, এর মূলে ছিলেন ঘাসেটি বেগম। বেগতিক দেখে সিরাজ ঘাসেটি বেগমকে ঢাকায় নজর বন্দি করে রাখেন। এদিকে আরেক চক্রী রাজবল্লভ তার পুত্র কৃষ্ণদাসকে নওরাজেস মহম্মদের ধনসম্পত্তি নিয়ে কোলকাতায় পাঠিয়ে দেন এবং তিনি ইংরেজদের কাছে আশ্রয় নেন। সিরাজ কোলকাতার গর্ভনর ড্রেককে আদেশ দেন সে যেন কৃষ্ণ দাসকে ফিরিয়ে দেয়, কিন্তু ড্রেক সেই আদেশ অমান্য করলে সিরাজ অসন্তুষ্ট হন এবং ক্ষুদ্ধ হন । শেষে সিরাজ কোলকাতা আক্রমণ করেন, নবাবের আক্রমণ প্রতিহত করতে না পেরে গর্ভনর ড্রেক সহ ইংরেজরা ফোর্ট উইলিয়াম দূর্গে আশ্রয় নেন।  সেখানেও নবাবের সৈন্যরা আক্রমণ করে, ড্রেক সেখান থেকেও পালিয়ে যান, তবে হলওয়ে কিছু সৈনিক নিয়ে সেখানে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল তবে শেষে তিনি আত্মসমর্পণ করেন। নবাবের সেনা বন্দিদের সঙ্গে ভালো ব্যবহার করেছিল কিন্তু হলওয়ে অভিযোগ করেন যে তার সেনাবাহিনীর সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। কিছু সময় পর ইংরেজরা ফোর্ট উইলিয়াম দূর্গ পুনরায় উদ্ধার করলে হলওয়ে প্রচার করলেন যে একটি ছোট ঘরে নবাবের সৈন্যরা ইংরেজদের বন্দি করে যার ফলে বহু ইংরেজ মারা যায় এবং এটিকে তিনি নাম দিলেন "The black hole tragedy." বা " অন্ধকূপ হত্যা।"  নবাব যখন এই মিথ্যা শুনলেন তখন খুব কষ্ট পেলেন কারণ যে কাজ তিনি করেননি তারা নিয়ে তাকে দোষারোপ করা হচ্ছে।
রাহুল স্বপ্নের মধ্যেই গর্জে উঠল " এটা মিথ্যা, হলওয়ে মিথ্যা বলছে।" পাশের ঘর থেকে রাহুলের মা ছুটে এসে ছেলেকে জিজ্ঞাসা করল--" কি হল ওমন চেঁচিয়ে উঠলি কেন ?"
--"না ও কিছু না তুমি শুয়ে পড়।"

No comments: