Tuesday, February 25, 2020

ডঃ সায়ন ভট্টাচার্য

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। পঞ্চম প্রয়াস ।









বাসে     ডঃ সায়ন ভট্টাচার্য


কোনরকমে বাসে উঠলাম । দৌড়ে উঠলাম; অফিসের তাড়া ।
বাস দেখি দাঁড়িয়ে পড়লো । ঠুং করে আওয়াজ হলো; এক ভদ্রলোক বাসে উঠবেন । হাতল ধরে আগে ভালো করে ' ফু ফু' করে ঠোঁটস্থ সিগারেটটি শেষ করে  তবে উঠলেন । বাস তার পরেই নড়লো একটুখানি  ।..
 ততক্ষণে সিগনাল ডাউন এবং রক্তচক্ষু .. ! বাস স্থানুবৎ ; চালক নীচে চা খেতে চলে গেল । কন্ডাক্টর খৈনী ডলতে শুরু করেছে । এক বয়স্ক ভদ্রলোক উঠেই ' বরিষ্ঠ নাগরিক ' সীটে বসতে গিয়ে দেখলেন, আগে থেকেই একজন বৃদ্ধ সেথায় বিরাজমান ।..
  এক বাদামওয়ালা বাসে উঠে হাঁকতে থাকে-" বাদাম ! বাদাম ! কলকাত্তার ভালো বাদাম ।..খেলেই ছুটবেন ঘোড়ার মতো !!"

No comments: