সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ। পঞ্চম প্রয়াস ।
হাইপারটেনশন পিনাকীরঞ্জন সামন্ত
ভাবছি কবিতাই এমন কিছু শব্দ প্রয়োগ করবো যা আমিষ বা নিরামিষ নয় এবং যথারীতি সেই মেহেদী বা মেহেরপুরের রঙ মাখানো উড়ন্ত চাকতির থেকে একমুঠো রোদ এবং বাতাসের গন্ধ ছড়াবে । পাখিরা আসবে
গাছে - ধ্বনি এবং ধ্বনিতে কলরব মাখানো সঙ্গীতের মুর্ছনায় ভুলে যাব আমার পাপবিদ্ধ ইতিহাস -
আর ক্ষণকালের আবর্তনের ভিতরে নদীর উচ্ছাসে জেগে উঠবে আমার অন্ধকারের প্রশ্ন -গান্ধারী তুমি কি একটিবার
চোখ খুলবে এবার ! হয়তো ইচ্ছেটা জাগবে পুনর্বার আমার না জানা সকল পূর্বপুরুষের যৌন বিস্তারের আসল পাণ্ডুলিপি ।
হঠাৎই এই সময় চমকালো মেঘ, বৃষ্টি এলো,
আর আমার ভাবছি ভাবছি মনের দোলনাটি
ক্রমশ দুলতে দুলতে কোথায় যেন হারিয়ে গেল
এক ঝলক বিদ্যুতের মতো
মনে হলো --
আমি যথার্থই একজন হাইপারটেনশন
রুগী-কাম একটি শুকনো নদী এবং প্রশ্ন আসে
এমত অবস্থায় - শব্দের কল্লোলিত স্রোত
আসবে কী করে ?

No comments:
Post a Comment