Saturday, January 25, 2020

সুশীল হাটুই

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস











Wi-Fi জোনে শীতকাল     সুশীল হাটুই 

অনেকগুলো পাসওয়ার্ড বদলের 
পরই Wi-Fi জোনে কুয়াশা পরা শীতকালটিকে
দেখতে পেলাম, আমি চিরদিনই আপেলকে
বড়ো মিঞা আর নাসপাতিকে ছোটো মিঞা
বলে ডেকেছি, কিন্তু তার জন্য ছেঁড়া হাওয়াই-
চটির কোনো সেফটিপিন আমাকে সন্দেহ 
করেনি, আজ আইবুড়ো চশমাটির কাছে চন্দ্র-
গ্রহণের সময় জানতে চাইলাম, কাগজের জঙ্ঘা থেকে মুখ তুলে,
পার্কার কলমটি ইন্টারনেট সার্চের কথা বলল,
আমি ওর কথা শুনিনি, কেননা রাজহাঁসের 
বিপরীতে ময়ূরপঙ্ক্ষী লিখতে আমি ভয় পাই 
না, এখন স্বরবর্ণের সন্ধ্যাহ্নিকের ওপর
দেখছি, আকাশে ১০ কোম্পানি মেঘ, ওই
ননসেন্স মেঘগুলোই সোনালি সাপ ছেড়ে
নিরক্ষর জানালাগুলিকে ঘুম পাড়িয়ে
দিচ্ছে...