Saturday, January 25, 2020

সুব্রত পণ্ডিত

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস











সলিউশন X Y Z .      সুব্রত পণ্ডিত

X

এক্স-রে রিপোর্টে আশ্চর্যজনক ভাবে
ধরা পড়েনি হার্ট-পলিউশন
এ জন্যই পলিথিন- গার্ল প্রকাশ্য পথে
                       বাথরুম করে

প্রশাসনিক বাংলোয় প্রৌঢ় গাছ
সেমিনারের শুরুতে স্বচ্ছ মানুষ হওয়ার
প্রেসক্রিপশন ধরিয়ে দ্যায়
          ট্রাফিক পুলিশের হাতে...

Y

জামাটি জেরক্স হতে হতে
মুখোশ রঙের মৌমাছি হয়ে গেছে।
কিভাবে হুল ফোটায় নির্ণয় করতে না পেরে
               মৌচাক ঢিল ছুঁড়ি

দেখি দলতন্ত্রের অজস্র শ্লোগান
আমাকে দৌড়ে মারছে খাদের কিনারে...

Z
জেড ক্যাটেগোরি নিরাপত্তা পেতে গেলে
আমাকে ইলেকশনে দাঁড়াতেই হবে।
অথচ হ্যান্ডিক্যাপড সার্টিফিকেটে
দেখানো হয়েছে আমার নিম্নাঙ্গই নেই।

উর্ধাঙ্গের দু-হাত তুলে তাই রোজ বের হই
নগর কীর্তনে
ভন্ড মৃদঙ্গ আর চাটুকতার করতাল
বেজে ওঠে মিথ্যুক দেয়াল লিখনের অর্কেস্ট্রায়...

জনগনকে ঠকাতে ঠকাতে আমি পার্লামেন্টে ঢোকার
         আই-কার্ড হারিয়েছি।  

No comments: