সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস
অভয়মুদ্রা় অরিজিৎ চক্রবর্তী
অভয়মুদ্রা় অরিজিৎ চক্রবর্তী
দীর্ঘ অপেক্ষার পর
অনিত্য ভুলে যেতে যেতে ভাবলাম
লালবাঁধের শোভিত বজরায় আজ
যদুভট্ট গান ধরবেন
তুমিও থাকবে সেই নীলিমায়়
প্রাণিত অমরতার মতো!
ভেসে যাবে জলে সহস্র কুমারীব্রত !
রচিত মৃণালপথ
দিগন্ত ময়ূরের ঐ শ্যামরায়...
প্রদোষ সন্নিকর্ষ শীতের কুয়াশায়

No comments:
Post a Comment