Saturday, January 25, 2020

হারাধন চৌধুরী

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস











নিজের পৃথিবী হারাধন চৌধুরী
আমাকে চিনতে পারোনি তুমি
তাতে আমি সত্যিই কিছু মনে করিনি
মনে করার কারণও কিছু নেই
সাড়ে চারশো কোটি বছরের পৃথিবীটাকে মানুষ চিনলো তো এই—
সেদিন
যেদিন—
জানা হয়ে গেল এই সত্য
আমি হয়ে উঠেছি ধৈর্যশীল যথেষ্ট—
একদিন আমায় তুমি চিনবেই—
শুধু তোমার, তোমার নিজের পৃথিবী   

No comments: