Saturday, January 25, 2020

পিনাকী রঞ্জন সামন্ত

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস











একটি অঙ্ক কবিতা     পিনাকী রঞ্জন সামন্ত 

আট ফুট লম্বা বাই চারফুট চওড়া অর্থাৎ 
8 × 4 = 34 বর্গফুট হইলে A×B = AB হইবেই 
এমন কোনো বাধ্যবাধকতা বা শর্ত নাহি ।

A = আমি বা B = তুমি বা আমার প্রিয়তমাও 
হইতে পারে । এবং X ও Y = সম্পর্ক বা 
ভালোবাসা

আর এসব শুনিয়াই
চন্দ্রবিন্দু বা চন্দ্রচূড় নামক কোনো এক ঋষি
আমাকে জিঙ্গাসা করিলেন
ওহে কবি - তুমি কি কোনো কবিতা লিখিতেছো ?
আমি বলিলাম না মহাশয় ।

কবিতা, অঙ্ক বা গণিত পরস্পর সম্পর্ক বিরোধী
সুতরাং সেখানে কবিতা, সম্পর্ক বা ভালোবাসা
আসিবে কী করিয়া
যদিও হাইব্রিড জাতীয় কোনো কোনো কবির নিকট
পূর্ণিমার গোলাকার চাঁদটিও 4G সফটওয়ারের
হাই হিলস সম্মিলিত কোনো এক
হেলেন অফ ট্রয়ও হইতে পারে বা দুই 
গোলাপের যুদ্ধ

ইত্যবসরে -- এই কথা শুনিয়া রাতের শেয়ালেরা
হুক্কা হুয়া হুক্কা হুয়া রবে আমাকে গান 
শুনাইতে লাগিল - আর আমি লেপ মুড়ি দিয়া
যথারীতি ঘুমাইতে লাগিলাম ।

No comments: