সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস
আগামী দিনগুলোর কথা ভাবতে ভাবতে রথীন বন্দ্যোপাধ্যায়
আগামী দিনগুলোর কথা ভাবতে ভাবতে রথীন বন্দ্যোপাধ্যায়
পশ্চিম কোণে কালো মেঘ এলো আর লাল কৃষ্ণচূড়ার ব্যাকগ্রাউন্ডে ঝঞ্ঝার সংকেতগুলো সব বব ডিলান হয়ে ঝরতে শুরু করলো এক আশ্চর্য নোটেশন পাখি সব করে রব রাতি কি পোহাইল এই হাড় কাঁপানো শীতে আগুনের আরও কাছে যেতে যেতে আমরা চাইছি অসম্ভব ঘনিষ্ঠতার ভিতরে যেতে যেখানে আগুন জ্বলছে দাউদাউ লাল কৃষ্ণচূড়ার প্রসঙ্গে এলো গীতবিতান যথারীতি আমাদের অঙ্গে অঙ্গে কে যেন বাজায় বাঁশি সুতরাং বৃন্দাবন বেনারস কাশি অনেক মাথামুণ্ডু ঘামিয়েও অঙ্ক মিলছে না একতারা দোতারা আউল বাউল পাঁচালী পদাবলি কাব্য কবিতা রজতদার কথা খুব মনে পড়ছে শেষ অঙ্কের শেষ দৃশ্যে তখন শুরু হলো ফ্ল্যাশব্যাকের নক্ষত্র তারা আর কতদূরে রসুলপুর সুজাতা প্রভাতদা সমীরদা আগামী দিনগুলো এক উজ্জ্বল অথচ আপাত ধুসর ফ্ল্যাশব্যাকের পটভূমিকায় মিশে যাচ্ছে কালবৈশাখী কৃষ্ণচূড়া
এবং আগুনের ভিতর পুড়ে যেতে যেতে এই হাড় কাঁপানো শীতে
আমরা
যেতে যেতে যেতে

No comments:
Post a Comment