Saturday, January 25, 2020

চন্দ্রদীপা সেনশর্মা

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস











ফেরা     চন্দ্রদীপা সেনশর্মা

ফিরে আসি ফেরার পথ ধরে। অবহেলিত
মুহূর্ত পড়ে থাকে নাম না জানা
শুকনো পাতার মাড়ের ঘোলাটে দাগে।
আকাশে মাড়োয়া রাগের মনকেমন
ঠিকানা হারিয়ে উড়ে যায়।

ফেরার পথ ফিরতে ফিরতে দেখায়
দুভাগ চিরে গেছে বাঁকনিমেষ
প্রথম ভাগে যাওয়ার কথা ছিল কি?
দ্বিতীয় পথ ফেরার ঘরের নিভৃত ছাউনির পাটে---

পাটভাঙা চাঁদের গায়ে আলোর শূন্যমুখ

No comments: