Saturday, January 25, 2020

কিছু কথা

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস









অথচ সম্পাদকীয় নয়...  

কিছু কথা...   অভিজিৎ দাসকর্মকার


আমরা সকলেই একই পথের পথিক।আসুন একসাথে এগিয়ে চলার অঙ্গিকারবদ্ধ হই। 

সম্পাদকীয় বলে কোন column রাখছি না। 
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন এবার থেকে প্রতি মাসের ২৫ তারিখ প্রকাশিত হবে। কোন নির্দিষ্ট বিষয় নাই। শর্ত শুধু একটাই গতানুগতিক ধারার বাইরে  লিখতে হবে। বলার ভঙ্গি, দৃষ্টিভঙ্গি, শব্দবন্ধন, শব্দের ফোর্স --- সবই হবে অন্যের থেকে আলাদা।

এই বছর থেকে কবি সুশীল হাটুই যুক্ত হলেন প্রধান উপদেষ্টা হিসাবে  । 

আমরা শুনবো আপনার  কথা আপনার কবিতা --এই বিভাগের পরিকল্পনা কবি সুশীল হাটুই-এর।

কারণ আমরা লক্ষ্য করেছি অনেক প্রবীণ এবং নবীন কবি আছেন যাঁরা ২ মিনিটের কবিতা পাঠের ডাকে মঞ্চ পান তারপর বাড়ি। কিন্তু তাদেরও বলার থাকে তাদের মনের কথা। তাই আমরা শোনাবে সকলকে, আমাদের প্রয়াসের মাধ্যমে। কী কেমন হয়?---            

No comments: