Saturday, January 25, 2020

মৌমিতা পাল

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস











মনাস্ট্রি কলিং - ৩     মৌমিতা পাল

প্রবাস আঁকছি 
আপন আঁকছি
শূন্যতার কথা বলা হয়নি।
নীলাঞ্জন তোকে আর ফ্লাইট মিস করাবো না
দক্ষিণের কোনো ক্যাফেতে বসে তুই একা একা কনটেণ্টেড হোস , তোর কাছে যাবো না।
সব পাওয়াটুকু ফুরিয়ে যায় নি বলেই , 
এখনো অনেক কিছু রয়ে গেল

আমার কোন গোপন নেই
অতিকাল্পনিক  রাত নেই
থ্যাতলানো জীবন আছে 

তুলনামূলক প্রেমে 'সম্ভাবনা' বিলি করি

চকোলেটের ছাঁচে ভরা অন্ধত্বে পুরে দিই
কাজু ,ব্লুবেরির বখশিস

নিজেকে মেরে ফেলতে চাইছি

খানকয়েক সাফল্য খোলামকুচির মতো
 ছড়িয়ে দেব চারপাশে
নিজেকে উদ্ধত হ'বার সুযোগ না দিয়েই
       ছয় ঋতুর ক্যালেণ্ডারে মহাবিশ্ব আঁকব

নিজেকে জানার পর নিজেকে মেরে ফেলতেই হয়

No comments: