সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস
হ্যাংলা বন্ধুসুন্দর পাল
পরনে সময় বাঁধা, অসময় নিজের হকার
হাঁক দিয়ে ডাকছো যাকে, সে শুধু খিদের দাবিদার ।
উল্লাসে ক্লান্ত যে জিভ, লালাতে জড়ানো ধারদেনা
অবক্ষয় আরামের বীজ, উপহাসে মৃত্যু হ্যাংলা ।
আলিঙ্গনে অভদ্র উষ্ণতা অপব্যয়ে মিঠি হাওয়া
ধারালো চুম্বন মিছিলের মতো, রুটি সেঁকা তাওয়া ।
পর্যুদস্ত হবে জেনে ফুলে ওঠে, জীবন কারবারি
তার স্মৃতিচিহ্ন রেখে যাবে একটা ভাঙা তরবারি ।
অভাবের ভরসা কম, মুগ্ধতা কামিয়ে উদাসীন
আজও কেন তোমার কান্নার জন্য লাগে গ্লিসারিন ?

No comments:
Post a Comment