Saturday, January 25, 2020

বন্ধুসুন্দর পাল

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস












হ্যাংলা      বন্ধুসুন্দর পাল

পরনে সময় বাঁধা, অসময়  নিজের হকার
হাঁক দিয়ে ডাকছো যাকে, সে শুধু খিদের দাবিদার ।

উল্লাসে ক্লান্ত যে জিভ, লালাতে জড়ানো ধারদেনা
অবক্ষয় আরামের বীজ, উপহাসে মৃত্যু হ্যাংলা ।

আলিঙ্গনে অভদ্র উষ্ণতা  অপব্যয়ে মিঠি হাওয়া
ধারালো চুম্বন মিছিলের মতো, রুটি সেঁকা তাওয়া ।

পর্যুদস্ত হবে জেনে ফুলে ওঠে, জীবন কারবারি
তার স্মৃতিচিহ্ন রেখে যাবে একটা ভাঙা তরবারি ।

অভাবের ভরসা কম, মুগ্ধতা কামিয়ে উদাসীন
আজও কেন তোমার কান্নার জন্য লাগে গ্লিসারিন ?

No comments: