Saturday, January 25, 2020

গৌরাঙ্গ মিত্র

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস












ভ্রমণের উপকরণ    গৌরাঙ্গ মিত্র 

আয় মন বেড়াতে যাবি? অবশ্যই বেরিয়ে পড়তে হবে। বেড়ানোর থেকে আর ভালো কিছু হয় নাকি। 
দেশ কে চিনতে গেলে বেরিয়ে পড়তে হবে। মানুষের সঙ্গে আত্মিয়তার সম্পর্ক গড়ে তুলতে হলে পর্যটনে যেতে হবে। 
নানা জায়গায়  আপনি ভ্রমণ করতে পারেন। জল,-জঙ্গলে, স্থল, পাহাড় পবর্তে, মরুভূমিতে- গো এজ ইও লাইক। 
বেড়াতে গেলে কিছু প্রয়োজনীয় সরঞ্জাম আপনাকে সঙ্গে নিতে হবে। স্থান কাল অনুযায়ী সরঞ্জামে কিছু তারতম্য ঘটে। তবে সাধারণ ভাবে যেকোনো সময়ে, যেকোনো জায়গায় ঘুরতে গেলে এই সব জিনিস সঙ্গে নেবেন-1)  অতিরিক্ত কয়েকটি পোশাক 2) গামছা বা টাওয়েল 3) টর্চলাইট, গ্যাস লাইটর
4) নোটবুক, কলম। 5) প্রয়োজনীয় অসুধ(জ্বর, বমি, মাথাব্যথা, পেট খারাপ এর অসুধ ও ব্যানডেড) 6) শুকনো খাবার, ড্রাইফুড যেমন  কাজুকিসমিস, চানাচুর, বিস্কুট, চকোলেট,ইত্যাদি 7) ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদির অরিজিনাল ও কয়েকটি কপি জেরক্স ও কয়েক কপি  পাসপোর্ট সাইজের ফোটো8) মশার ধুপ বা ওডোমাশ। 9) ছোটো কিটব্যগ্যা এ রাখুন সাবান স্যম্পু, টুথব্রাশ, টুথপেস্ট, শেভিং কিট,। 9) ছুঁচ সুতো, কাপড় মেলার দড়ি, কয়েকটি ক্লিপ। 10) একটা প্লাস্টিক সিট ও কয়েকটি পুরোনো খবরের কাগজ। 
তালে আর দেরি নয়, ঝোলা-ঝুলি নিয়ে এখুনি বেরিয়ে পড়ুন।

No comments: