Saturday, January 25, 2020

মায়িশা তাসনিম ইসলাম

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস












অবেলার বেড়াম    মায়িশা তাসনিম ইসলাম

দুই কে ভাঙা মাতাল মুখশ্রীদ্বয়ে
রোদের ভেঙেছিলো বিকাল

ফুল ছোঁব না, নিষ্পাপী প্রতিজ্ঞা
ব্যবধানে বায়ূর মন্থর শিরোনাম

হাত পেতে সেই হাতের পোড়খাওয়া শরীর
শূন্যতা ধূলির ওপর বুলায় আশীর্বাদ

দুই তলোয়ারে বন্ধ এক অবয়ব খেলা
মুখদ্বয়ের অবেলায়--  পাতকী চাহনির বেড়াম

No comments: