Saturday, January 25, 2020

শীলা বিশ্বাস

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস











আলো বাতাসের কবিতা   শীলা বিশ্বাস 

রাম কিংকরের ভাস্কর্যরা একদিন নিজেদের মধ্যে কথা শুরু করল ... 
সুজাতা বলল, আমি কিন্তু সুজাতা নই । মাথার উপর পাত্রটি না থাকলে হয়তো প্রকৃত পরিচয়ে বাঁচতাম । আমি বিনোদ । 
ভিস্তিওয়ালা বলল, আমি কতদিন মাথা ভেঙে পড়ে রইলাম তার খবর কজনে রাখে? এতদিনে  বুঝি টনক নড়েছে।
বাপুজি বললেন, সকলে আমার বাহ্যিক গঠন নিয়ে ভাবে । দেখার চোখ থাকলে বুঝতো হুবহু নকল শিল্প নয়। 
সাঁওতাল পরিবার থেকে কর্তা বললেন, প্রান্তিক মানুষের চলমান দৃশ্য পিতা ছাড়া কেউ কি এভাবে তুলে ধরেছেন? তিনিই তো পাহাড় কিংবা মন্দিরের গা থেকে আলো বাতাসে মধ্যে মাটিতে নামিয়ে এনেছেন সিমেন্টের কবিতা । ধামাবতী, খাদুবালা, চন্দ্রা, আবরণ , বিনোদিনী, জয়া, নীলিমা, রাধারানী তিল তিল করে গড়ে তুলেছিলেন এক নিঃসঙ্গ ভাস্করকে। 
পিতা রং তুলিতে আজও বর্তমান বিশ্বের ছবি আঁকার চেষ্টা করছেন 
কিন্তু রং ছিটকে বেরিয়ে আসছে 
         রক্তাক্ত ক্যানভাস 
 সে রক্ত জাতপাতের 
সে রক্ত এলিটিসিজমের....

No comments: