সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস
জীওনের গ্রাফ উৎস রায় চৌধুরী
জীওনের গ্রাফ উৎস রায় চৌধুরী
লুকনো সরিয়ে টিপ্স মাখছি আয়না
এ প্লাস বি এর চোরা পিন্ড
শতকের প্রতিটি কোণ
দলা পাকানো মিশে স্রোত কল্পনা
পা হীন বিকেল
আঁশ ছাড়াচ্ছি রোজ
শুয়ে না দেখার অদৃশ্য ব্যালকনিতে---
সেইসব বাড়ানো চোখ
মেডুলায় একাকার ডায়রি হানছে
মাত্র দু কলম ফোঁটা কার্পেট আঁকছে
অজ বললেই প্রশান্ত খোলে না
বিষাক্ত ভয়ে
কেবল অমবস্যার পকেট ভর্তি
কয়েন কেনার আসর---

No comments:
Post a Comment