সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন নিয়ে কিছু কথা রিতা মিত্র
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন নিয়ে কিছু কথা রিতা মিত্র
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন পত্রিকা নিয়ে কিছু বলার আগে পত্রিকার সম্পাদক অভিজিৎ কে নিয়ে কিছু বলবো। তার সাথে আজ পর্যন্ত মুখোমুখি দেখা-সাক্ষাৎ হয়নি। কবি বিভাবসুর কাছ থেকে ফোন নম্বর নিয়ে আমার কর্তা কবি গৌরাঙ্গ মিত্র কে ফোন করে। ফোনে কথা বলেই আমাদের আপন করে নেয়।
এবার পত্রিকার কথায় আসি-
"ব্ল্যাকহোল"। আমরা জানি গ্রহ জগতে ব্ল্যাকহোল সব আলো আত্মসাৎ করে নেয় কিন্তু অভিজিতের ওয়েবজিন সাপ্তাহিক ব্ল্যাকহোল সকলকে আলোর সামনে তুলে আনছে।
তার পত্রিকায় যেমন সিনিয়র কবিরা লিখছেন তেমন নতুন লিখিয়েরাও লিখছে। বেশ ভালো মানের লেখা এ পর্যন্ত চোখে পড়েছে।
কিন্তু কিছু ত্রুটি লাগছিল মনের মধ্যে। কবিতা তো হচ্ছে তবে কবিতার নানা ফরমেট আছে। একদিন ফোন কোরে এই রকম ত্রুটি নিয়ে কথা বললাম। প্রথমে হাইকু কবিতা নিয়ে কিছু করার কথা বললাম। সেই কথা ও রেখেছে।
কয়েকদিন আগে ফোন করে বলল, ভাবছি এমন মানুষ নিয়ে কাজ করবো যারা লেখে ভাল তবে কোনো প্লাটফর্ম পায়নি। খুব ভাল উদ্যোগ, সহমত হলাম। গল্প লেখা নিয়ে কাজ করছে। আমার তার কাছে একটা প্রস্তাব এবার এক লাইনের কবিতা এবং এক লাইনের গল্প নিয়ে যেন কিছু করে। ভালো লেখা কিছু বেরিয়ে আসবেই এই সব প্রয়াসের মাধ্যমে, এবং কবিও নিজেকে ঝালিয়ে নিতে পারবে।
খুব অল্প সময়ের মধ্যে সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন সাহিত্য জগতে বেশ নাম করেছে। নতুন কিছু ভাবনা সম্পাদকের মগজে আছে আঁচ করতে পারছি।সময়ের অপেক্ষা শুধু।

No comments:
Post a Comment