সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস
১লা মে ২০১৯/১৭ই বৈশাখ ১৪২৬ রাইমোহিনী
হাতুড়ির আওয়াজে বেজে ওঠা যন্ত্রণার গান শুনতে ভালোবাসে রাইমোহিনী।ঘামের অপচয়ে লুন্ঠিত উদ্বৃত্তের ক্ষত নিয়ে লালা ঝরানো দিন অপেক্ষা করে থাকে মোহহীন সময়ের জন্য।বিস্মৃত শ্রম আত্মনিয়ন্ত্রণের ফাঁকতালে পান্তাভাতে ঘুমের শান্তি খুঁজতে খুঁজতে অস্পৃশ্যতার কারন ভুলে যায়; ভুলে যায় ঘৃণার উৎস।রাইমোহিনী স্বরলিপি খুললেই দেখতে পায় ইতিহাস বদলে যাবার দিনে ধ্বসে যাবে সঞ্চয়ের পাহাড়; দ্বিধাহীন মূল্যবোধ নাটকীয় শোকে উৎযাপন করবে সভ্যতার সমাধি। বিকৃত আশ্বাসগুলোর গলা টিপে খুনী হয়ে দাঁড়াবে রাজপথে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভোলাবেনা আর। যন্ত্রের মাধুকরী দিব্যসুখে মানুষকে বোকা বানায় যতখানি, মানুষ তার চেয়েও বেশি যান্ত্রিক রকমের ক্ষুধার্ত-গোগ্রাসে গিলতে চায়... স্বাদহীন খাবারের বিষাক্ত গন্ধটুকু পরখ করে না। প্রশ্নহীন অন্ধকারাচ্ছন্ন বিকার প্রলেপের ভগ্নাবশেষটুকু জিইয়ে রাখতে চায়। বিষাদের ভগবান নেমে আসে মাটির ফাটল ধরে;
তারই সামনে আনমনে সৃষ্টিতত্ত্বের শ্লোক আওড়াতে থাকে পাথুরে মানুষের দল।দলা পাকানো বানী জমি সংরক্ষিত আবেগের আবদারে সুনিশ্চিত করতে চায় কাস্তের অধিকার।রোদ সেঁকা চামড়ায় কর্ষণের আনন্দ মেখে সুস্থ থাকতে চায় যারা, তাদের পায়ের কাছে রাইমোহিনী মাথার ফুল খুলে রাখে।ও চায়, শ্রমিকের হৃদয় জুড়ে মথিত হোক পলাশের সৌভাগ্য।
No comments:
Post a Comment