সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...
দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় প্রয়াস
লখপুরের জলের লতিকা কামরুল বাহার আরিফ
লখপুরের জলের লতিকা কামরুল বাহার আরিফ
কোনো এক বানের জলের বন্দি সময়ে
লতিকার সাথে পরিচয় হয়েছিল।
লতিকাও তখন টলটলে এক জলপূর্ণ দিঘী
ঘরের বাইরে বানের জল
ঘরের ভিতরে জলপূর্ণ দিঘী
আমি হেসেছিলাম লতিকার হাসির ভেলায়
আমি ভেসেছিলাম লতিকার চোখের খেলায়
জলমগ্ন সেই সময়টা লখপুরে আর আসেনি
আমিও ফিরিনি লখপুরের জলের লতিকায়
শুধু বিমলের কথা মনে পড়ে
বিমল বিপ্লবমন্ত্রে দীক্ষিত ছিল
তবুও বিমল লতিকার প্রেমে পড়েছিল
লতিকা এক জলপূর্ণ দিঘী ছিল
লতিকা প্রেমপূর্ণ অগ্নিশিহরণ ছিল।
জলের বান নেমে গেলে ডাঙায় ফিরেছিলাম আমি।
একদিন শুনেছিলাম লতিকা তার জলের নহরে
বিমলকে ডুবিয়ে নিয়েছিল।
সেই লখপুরের লতিকা এখনো কী জলপূর্ণ দিঘী! জানি না
এখনো কি বিমল জলের লতিকায় স্নান সারে! জানি না
তবে প্রেমই বিপ্লবীকে হারিয়ে দেয় লখপুরের লতিকায়।

1 comment:
অশেষ ভালোবাসা অভিজিত দা
Post a Comment