|| সাপ্তাহিক ব্ল্যালহোল ওয়েবজিন ||
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
|| দ্বিতীয় বর্ষ ||
মুরারি সিংহ
|| দ্বিতীয় বর্ষ ||
মুরারি সিংহ
এক এক্কে
এক____
এক এক্কে এক, ধারাপাতের সব চেয়ে সহজ নামতা
জীবনের পাঠে সব চেয়ে অসম্ভবও যেন
এদিক থেকে একজন টানছে তো
ওদিক থেকে আরেকজন
অহরহ ছেঁড়া হচ্ছি, অহরহ খোঁড়া হচ্ছি
ফুটো পকেট থেকে গড়িয়ে পড়ছি কঠিন রাজপথে
খুচরো পয়সার মতোঝনঝন
পিংপং-বলের মতো
একবার এর কোর্টে ,একবার ওর কোর্টে ,
পিটুনি খাচ্ছি, ছুটোছুটি করছি
ফি-দিন
একই দৃশ্যের রিপিট টেলিকাস্ট
চা-দোকানে জমে ওঠা আড্ডার পাশ দিয়ে
বয়ে যাওয়া মিছিমিছি জীবনের স্রোত
মিছিমিছি অথবা হিজিবিজি
কত সব খুচরো দরকার
তাই মেটাতে গিয়ে
খানিকটা এ-দলের হয়ে গলা ফাটাচ্ছি
খানিকটা ও-দলের মিছিলে পা মেলাচ্ছি
নিজেকে কখনোই এক-এক্কে-এক রাখতে পারছি না
চারপাশে এত মারকাটারি কচু-ঘেঁচুর ভিড়ে
আমার রক্ত-মাংস, আমার রূপ-রস-গন্ধ
এক ঘুনধরাঅমীমাংসিত হয়েই মাইলের পর মাইল রাস্তা ঠ্যাঙাচ্ছে
হাতের বিমূর্তএকতারাটাও, বেজে চলেছে তুমুল বেসুরে

2 comments:
খুব ভালো লাগলো
ধন্যবাদ ভাই. ভালো থাকুন
Post a Comment