Monday, July 20, 2020

|| ময়ূখ হালদার -এর কবিতা ||

|| সাপ্তাহিক ব্ল্যালহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
|| দ্বিতীয় বর্ষ ||














ময়ূখ হালদার 

প্রিকঅশন___  


খুকরি আর কাঁটা চামচ
লিটারারি লাইফ থেকে রিয়েল লাইফ আলাদা করছি রাত জেগে 
আগামীকাল আমাদের প্রথম ডেট 
মাংস আমার প্রিয় খাদ্য নিশ্চয়ই মনে আছে তোমার

মেঘের জল আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করা সাহিত্যের গায়ে নুন-হলুদ মাখিয়ে তুলে রেখেছি ডিপ ফ্রিজে
কোনও এক দুর্ভিক্ষের দিনে বুর্জ খলিফার ছাদে 
পা ঝুলিয়ে ব'সে থাকবো আমরা 
চাঁদ দেখবো 
হাতে স্লাইস কবিতা এবং ভদকার গ্লাস নিয়ে তোমায় আ-ইতিহাস শেখাবো 
তুমি ভুলে যাবে লিলিপুটের কান্না 

No comments: