|| সাপ্তাহিক ব্ল্যালহোল ওয়েবজিন ||
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
|| দ্বিতীয় বর্ষ ||
মায়িশা তাসনিম ইসলাম
দ্বীপসূত্র___
|| দ্বিতীয় বর্ষ ||
মায়িশা তাসনিম ইসলাম
দ্বীপসূত্র___
ওখানে যাই জলের রাখী বেঁধে
নদী পেরোতেই ভেঙে পড়ে বুকের সেতু!
যেতে যেতে দোল খায় চোখের নৌকো
যাত্রিহীন লঞ্চের মতো হৃদয় বসে থাকে মগ্ন।
নদী পেরোতেই ভেঙে পড়ে বুকের সেতু!
যেতে যেতে দোল খায় চোখের নৌকো
যাত্রিহীন লঞ্চের মতো হৃদয় বসে থাকে মগ্ন।
ওখানে দ্বীপজ জন্মের শাস্ত্র
কালো ধোঁয়ার উল্কি থাকে না থিতু বাহুতে
নবজাতকের পিতার মতো তাকায় গাছেরা
দ্বিপমায়ের চুলে মরম-বিশ্ব সাজে!
কালো ধোঁয়ার উল্কি থাকে না থিতু বাহুতে
নবজাতকের পিতার মতো তাকায় গাছেরা
দ্বিপমায়ের চুলে মরম-বিশ্ব সাজে!
পিঠার মতো নরম হৃদয় নিয়ে
দশ বছর অপেক্ষার থালায় বসে সে
পাহাড়া দিচ্ছে এখন তিনটি কবর
জন্মেরও আগের সেই কুমারী মাতৃত্বে...
দশ বছর অপেক্ষার থালায় বসে সে
পাহাড়া দিচ্ছে এখন তিনটি কবর
জন্মেরও আগের সেই কুমারী মাতৃত্বে...

No comments:
Post a Comment