|| সাপ্তাহিক ব্ল্যালহোল ওয়েবজিন ||
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
|| দ্বিতীয় বর্ষ ||
অর্ণব মণ্ডল
|| দ্বিতীয় বর্ষ ||
অর্ণব মণ্ডল
মৈথুনের যাদুবিদ্যা_____
(১)
আজ আর স্থির জাড্যের ধর্মাধর্মী নয়
দুঃখ উপার্জনের শুকনো শিরায়
আভিজাত্যের স্রোত
বইতে থাকুক
শবেদের মদ্যপান দেখে দেখে এখন
আমার খানকিবৃত্তির রাতে কয়েকটা টুকলি মারা চাঁদ পোশাক খুলেছে
তোমার কী যৌনঈর্ষা নষ্ট হল!
আজ তবে বীজমন্ত্রের স্বরধ্বনি,ঋতু বদলের সম্ভোগ রেখো না
উৎসব সংখ্যার ভীড়ে কবিদের মরাকান্না ও শুচিবাদিতা চিপকে আছে।
(২)
ফ্রিজিং পয়েন্টে উপনিবেশ বসেছে
নিরুদ্দেশ,অঙ্কের ক্লাস,শূন্যতত্ত্বের জন্য ট্রাকিং চলেছে
না হওয়া আত্মপ্রকাশের গভীরতা থেকে
অক্ষত যোনির কামাবেগ ফিরিয়ে দিয়েছি
পরমা,
তুমিও কী নক্ষত্রের পাতা ফাঁদে
আমাকে মৈথুনের যাদুবিদ্যা শেখাবে?
(৩)
ঘাতক স্বপ্নের চারিপাশে একটা ডানাকাটা হ্রদ
তার ঠিক কাছেই সবুজ রক্তের ঝলকানি
ছিলো শাশ্বত
তোমাকে একাদশীর নিশিডাক শুনিয়েছি
পরমা,
তবুও কেনো যে তুমি ঘরে ফিরতে চাও।
(৪)
আবহ সঙ্গীতের ধরন পাল্টেছে
শব্দকল্পের সুর বুনতে বুনতে পথ ভুলেছে
ছায়াদল
আশ্চর্যের আ্যসট্রে কতটা শক!
পরমা,
অমরত্বের হাতছানিতে আমি কিন্তু বৌদিবাজি ফাটাবো
এবার তাহলে সত্যান্বেষী সাজো,
গাঢ় পেঁয়াজির যাঁতাকল আর বশীকারণের লাভ ডোজ নিয়ে
অন্ধত্বের সূচকে মোমবাতি জ্বেলে জ্বেলে
ধরে আনো উড়ন্ত মধুমাস
দশমহাবিদ্যার মতো সেই সব মন্ত্রসম কবিতা

1 comment:
ভাল হয়েছে পরমা !!!
Post a Comment