Monday, July 20, 2020

|| রথীন বন্দোপাধ্যায়-এর কবিতা ||

|| সাপ্তাহিক ব্ল্যালহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...|| 
|| দ্বিতীয় বর্ষ ||













রথীন বন্দোপাধ্যায়


শরীর শরীর-----আমারও যে মন আছে তা বলে দেয় পুরোনো মরিচা

বার্বির তলপেটে আড়চোখ পড়ে গেলে চুড়িদার আলগা হয়ে এগিয়ে আসে নেহাতই সান্তনা অসহ্য ফ্ল্যাশব্যাক আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স যত্তসব ননসেন্স আমি তো পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়তে চাই তছনছ অক্ষর সোঁদা সোঁদা লেটারটাইপপ্রেসগন্ধের ওলটপালট প্রতিটি ফর্মা হীনমলাট কুঁকড়ে যাওয়া ১/৮ ডিমাই সাইজ আমি কি স্রেফ চারবর্ণের খিস্তিমাত্র অনায়াস চিলিচিকেনের ঢেঁকুর তুলতে তুলতে অসম্ভব ক্যালোরিসচেতন এত সহজেই কি মুরগি হব আরও টানটান খেলতে খেলতে মৃদু ছোঁয়াছুঁই নয় তীব্রতর অন্য খেলা অন্য কোনোখানে এই আমিই ভীষণ বিবাহিত শালীন ডিঙিয়ে ফেলার আগেই [ নাকি পরে] লেডিস কম্পার্টমেন্টে বসিয়ে তাকে নিয়ে চলে গেছে বহুদূর রাতের কোনও এক লাস্ট বারাসাত লোকাল উৎসবের দিকে নাকি গভীর কান্নায় 
আমি শুঁয়োপোকা হয়ে গেছি, পুনরায়, 

No comments: