Monday, July 20, 2020

|| চিরঞ্জিৎ বৈরাগী-এর কবিতা ||

|| সাপ্তাহিক ব্ল্যালহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...|| 
|| দ্বিতীয় বর্ষ ||













চিরঞ্জিৎ বৈরাগী

জীবিত দুটি উপত্যকা____

মধ্যমকে ছুঁতে কয়েক ডলার
অথচ শূন্য নুড়িটাই ভাগ্যহীনার কবলে!

ইঁদুরের দাঁতে জামা
  আর বাউলের টানে জীবনমুখী দোতারা

জগৎ ১টাই, অন্যটা সাদা চাবি
ব্যতিক্রমী__

ইউ এন্ড অনলি মি!

ঘটমান থেকে ঘটঘটা!

এখনো জীবিত
          চেরাপুঞ্জির দুটি উপত্যকা।

No comments: