Monday, July 20, 2020

|| পিনাকীরঞ্জন সামন্ত-এর কবিতা ||

|| সাপ্তাহিক ব্ল্যালহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
|| দ্বিতীয় বর্ষ ||













পিনাকীরঞ্জন সামন্ত


শূন্যতার রং____

যে ট্রেনটি শব্দ করে দ্রুত বেরিয়ে গেল তাকে ডাকতেই চন্দ্রপ্রভা দ্যুতির আড়ালে একমুঠো রোদ্দুর, মুহূর্তেই মনে হলো 
এই জিন্স সভ্যতার যুগে ছন্দহীন মার্কসীয় বাইবেল হাতে নিয়ে এ কেমন কবিতা লিখছি 
যার অবয়বে 
হেসে উঠছে আমার প্রিফিক্সড কৌতুহল ।

সামনেই দেখি পঁচিশ কেজি ওজনের ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে আসছে এক অবোধ শিশু 
আর একটি বৃক্ষ ক্রমাগত তাকে ইশারা করে বলছে - 
ও শিশু, 
ও মাই ডিয়ার লাভলি শিশু  
তুমি আরো আরো বড় হও । 

আর আমি 
তৎক্ষণাৎ ভাবতে শুরু করেছি - কেন যে এতোদিন ইংলিশটা ভালো করে শিখিনি । কেন যে এতোদিন ইয়োরোপিয়ান সভ্যতার চিমটিকাটা ভাব সমুদ্রে মেলাতে পারিনি নিজেকে - আর কেনই বা দৌড়ে যাইনি
ঐ শেক্সপিয়ার মিলটন ইয়েটসের ..….

আর এসব ভাবতেই
আমার ঐ ছন্দহীন মার্কসীয় বাইবেল এবং মনের যাবতীয় কৌতুহল - পাখিদের রঙ মেখে 
আমাকে টা টা বাই বাই করে 
আকাশ হয়ে ক্রমশ নীল থেকে নীল সমুদ্র

এবং অবশেষে - আমি একটি সিগারেটের 
জ্বলন্ত হারমোনিয়াম বাজালাম ।

No comments: