|| সাপ্তাহিক ব্ল্যালহোল ওয়েবজিন ||
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
|| দ্বিতীয় বর্ষ ||
মৌমিতা পাল
|| দ্বিতীয় বর্ষ ||
মৌমিতা পাল
বাচাল কবর___
আগাডুম বাগাডুম জীবনের বালাসনে ফেলে এসেছি 'যদি না' এর অভয়ারণ্য।অফিসডেস্কে সময়ের নীলবালি।এসিঘরের বাইরে মুখ থুবড়ে পড়ে থাকে গরম হাওয়া।চিলাপাতার বনে আমি আপাতত কবিতা লিখছি না।ট্যাটুজ্বরে ধ্যান আরো সন্দকফুকে বেকুব বানিয়ে 'হে আকাশ' গাইছে।
কোন কোন প্রেমিকের বপনের কাল এ সময়।রুটির আড়ালের ঘরকন্যা চিনেছি বলে স্থিতু হয়েছি হাফপ্যাণ্ট আর কোমরবন্ধনীর খুকির তাম্রকুটে।আমার কেউ নেই , কাউকেই নিজের হতে দিতে নেই বলে।যারা আছে তাদের ফেলে চলে যাব।তোল বোল।কদমফুল পায়ে ডলেছি আমার কানুর জন্মতিথিতে।আমাকে নতুন করে গড়ে নাও বাচাল কবর।তোল বোল।

No comments:
Post a Comment