Monday, July 20, 2020

|| সুলেখা সরকার-এর কবিতা ||

|| সাপ্তাহিক ব্ল্যালহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...|| 
|| দ্বিতীয় বর্ষ ||













সুলেখা সরকার


শর্তহীন রতি_____

অতঃপর 
খামখেয়ালি সূর্য অস্ত গেলে, 
আটটি পুরোহিত গ্রহ চাঁদের স্লোগান নিয়ে, 
ঢুকে পড়বে পাঁজর ভাঙ্গা ঋণের ভেতর। 
নিদারুণ দুঃস্বপ্নে দেখবো একটি শর্তবিহীন রাত
গলে যাচ্ছে। গলে যাচ্ছে উজাড় রতিক্রিয়া। 
ঐ চোখে বসে থাকা এই দু-টি চোখ।
পরস্পর খুলে রাখা শরীরের বসবাস শেষ হলে, 
এক অপূর্ণ তৃপ্তি কার কাছে যাবে বলো ? 
কার কাছে তুমুল হয়ে উঠবে আবার ? 
যতটা দূরে যাও ততটাই নিঃশর্ত ভালোবাসি। 
নিপুণ প্রতিযোগিতা নেই আমার।


1 comment:

অ শুদ্ধবাদী said...

ভালো লাগলো।🍁