|| সাপ্তাহিক ব্ল্যালহোল ওয়েবজিন ||
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
|| দ্বিতীয় বর্ষ ||
|| দ্বিতীয় বর্ষ ||
কার্তিক ঢক্
নেপথ্য নার্সারি___
স্নানঘরের জলখেলাতে ভিজতে চাইছে
ফারেনহাইট চোখ...
বিশ্বাস কর, কন্ঠছেঁড়া তৃষ্ণায়
জল হয়ে যেতে চাইছে ধমনিফাটা ঢেউ।
ঘুলঘুলির আড়ালে চড়ুইটির চাঁদ দেখা রোমাঞ্চকর...
জানালাখোলা আলোর ইন্ডিকেটর হর্ণ
আমার ডোরবেল বাজায় !
শরীরহীন ফুল ফুটেছে কার্নিশের কার্নিভালে
বায়োডাটা হীন ডালপালা...
চকমকি ঠুকতে ঠুকতে কখন যে আগুন জ্বলেছে-
পুুড়ছে বুকপকেটের তলার নেপথ্য নার্সারি!

No comments:
Post a Comment