Monday, July 20, 2020

|| রোশনি ইসলাম-এর কবিতা ||

|| সাপ্তাহিক ব্ল্যালহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...|| 
|| দ্বিতীয় বর্ষ ||














রোশনি ইসলাম

ভ্রমণ____


সবুজ পাতায়
     নীল আকাশ দেখি
ভ্রমর প্রজাপতি
     উজ্জ্বল আলো
অলংকৃত প্রকৃতি
প্রাণ-স্পন্দন
     ভ্রমণরত ঠিকানা

মঞ্চ____

দেশ-দেশান্তর ঘুরে
           ঝিলমিল স্মৃতি
আদিগন্ত ঝলমল মঞ্চ
আর গভীর জলাশয়
উৎসবমুখর চত্বর
উড়ে আসছে নীলকণ্ঠ পাখি


ক্যানভাস____

ঝড় ও শিলাপাত
বেপরোয়া ঘোরাফেরা
নদীর ধারে ঝোপঝাড়
নীল হলুদ সবুজ...
             রঙিন হচ্ছে ক্যানভাস


No comments: