|| সাপ্তাহিক ব্ল্যালহোল ওয়েবজিন ||
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
|| দ্বিতীয় বর্ষ ||
অভিজিৎ দাসকর্মকার
[ লাশকাটা ঘরে যদি চেরা হয় তার বুক সংগোপনে
দেখবে সেখানে রাখা বিবর্ণ একমুঠো স্বপ্ন যতনে ]
"লোমকূপ ভর্তি ফন্দি জড়ানো"_____
রাস্তার ধারে অন্ধকারে একাকী দাঁড়িয়ে বৈরী মহানিমগাছ;
বিস্তৃত, অথচ
ক্যামন জানি বিষণ্ন ছায়া,পথের বিশ্বস্ততা জিগ্যেস করছে ১টি পূর্ণাঙ্গ শরীরের অমিল বাঁকের____
ঋণের বিনির্মাণ
উবু পিঠের উপন্যাস
কৃত্রিম স্নানের উপাখ্যান
বহুরৈখিক নদীর কিশোরী চর , দীর্ঘ উন্নিশ সাল কি ঢলজল নিয়ে দাঁড়িয়ে।
পরনে নীল রঙের অসামাজিক ব্লাউজ। তার ভিতরের কেলাসিত সংজ্ঞা। অ্যামোনিয়ার গন্ধ সরিয়ে
উত্তেজক রাস্তা
নদীটির অজুহাত এপাড়ে
কুরুচির হাত ও মিথুনরাশি
স্টোরিহীন পরিসীমার মেঝেতে সৃষ্টিধরের চামড়ার দোকান। সেখানে স্পর্শলোভী মেয়েলি গন্ধ। শব্দগুলো দ্বার আগলিয়েছে ল্যাঙট পরে। লাল রং। সন্নাটা ও শুনসান__
আর ওরা দিনকি শুরুয়াৎ করে বাবার প্রসাদ আর দুধ সহযোগে। তারপর ক্যালকুলেশন, আর
লোমকূপ ভর্তি ফন্দি জড়ানো
অবচেতনে বডি
বিসর্গ সন্ধির আওতায় ১১:৩১ পি.এম
ব্লাডগ্রুপসহ ট্রাম লাইন
যদিও অকবিতা বলে কিছু হয়না। এটাও ১টি অসংগতি আলোকচিত্রের কলাকৌশল বের করা কো-অর্ডিনেট জিওমেট্রি বা সম্পাদকের নাপসন্দ শব্দসুখ___
|| দ্বিতীয় বর্ষ ||
অভিজিৎ দাসকর্মকার
[ লাশকাটা ঘরে যদি চেরা হয় তার বুক সংগোপনে
দেখবে সেখানে রাখা বিবর্ণ একমুঠো স্বপ্ন যতনে ]
"লোমকূপ ভর্তি ফন্দি জড়ানো"_____
রাস্তার ধারে অন্ধকারে একাকী দাঁড়িয়ে বৈরী মহানিমগাছ;
বিস্তৃত, অথচ
ক্যামন জানি বিষণ্ন ছায়া,পথের বিশ্বস্ততা জিগ্যেস করছে ১টি পূর্ণাঙ্গ শরীরের অমিল বাঁকের____
ঋণের বিনির্মাণ
উবু পিঠের উপন্যাস
কৃত্রিম স্নানের উপাখ্যান
বহুরৈখিক নদীর কিশোরী চর , দীর্ঘ উন্নিশ সাল কি ঢলজল নিয়ে দাঁড়িয়ে।
পরনে নীল রঙের অসামাজিক ব্লাউজ। তার ভিতরের কেলাসিত সংজ্ঞা। অ্যামোনিয়ার গন্ধ সরিয়ে
উত্তেজক রাস্তা
নদীটির অজুহাত এপাড়ে
কুরুচির হাত ও মিথুনরাশি
স্টোরিহীন পরিসীমার মেঝেতে সৃষ্টিধরের চামড়ার দোকান। সেখানে স্পর্শলোভী মেয়েলি গন্ধ। শব্দগুলো দ্বার আগলিয়েছে ল্যাঙট পরে। লাল রং। সন্নাটা ও শুনসান__
আর ওরা দিনকি শুরুয়াৎ করে বাবার প্রসাদ আর দুধ সহযোগে। তারপর ক্যালকুলেশন, আর
লোমকূপ ভর্তি ফন্দি জড়ানো
অবচেতনে বডি
বিসর্গ সন্ধির আওতায় ১১:৩১ পি.এম
ব্লাডগ্রুপসহ ট্রাম লাইন
যদিও অকবিতা বলে কিছু হয়না। এটাও ১টি অসংগতি আলোকচিত্রের কলাকৌশল বের করা কো-অর্ডিনেট জিওমেট্রি বা সম্পাদকের নাপসন্দ শব্দসুখ___

No comments:
Post a Comment