|| সাপ্তাহিক ব্ল্যালহোল ওয়েবজিন ||
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
|| দ্বিতীয় বর্ষ ||
সুশীল হাটুই
পিংপং বলের তাতা থইথই____
পিংপং বলটি মাৎসর্যের দিকে ভেসে
চলেছে, এখন সে ব্যাকহ্যান্ড খেলবে না
ফোরহ্যান্ড তা নিয়ে ১টা রহস্য
উপন্যাস লেখা যেতে পারে,
পৃথিবীর গঠন পিংপং বলের
গঠনতন্ত্রের জেরক্স, কিন্তু আয়তন বিষয়ে কথা
বললে ৬৪ জি বি মেমোরি লাশ হয়ে যাবে,
পিংপং বলের স্বপ্ন মনখারাপ নিদ্রাহীনতা
অথবা নৃত্যকলা বিষয়ে দিগগজ শিমুলতুলো
কিছুই জানে না,
এর কারণ হতে পারে, কর্কটক্রান্তি রেখা
বিষুবরেখাকে ৭/৪, ৫/২, এবং ৬/৩ বিষয়ে
যে রিপোর্টাজ দেয় তা অন্তঃসারহীন
বুদবুদ,
এ-সবের বাইরে যখনই চৌকো টেবিলে
সাদা পিংপং বলটি নাচতে শুরু করে, তখনই
মগজের সুহানা কোষে,
ঘুমন্ত বরফে আগুন জ্বলে ওঠে...
|| দ্বিতীয় বর্ষ ||
সুশীল হাটুই
পিংপং বলের তাতা থইথই____
পিংপং বলটি মাৎসর্যের দিকে ভেসে
চলেছে, এখন সে ব্যাকহ্যান্ড খেলবে না
ফোরহ্যান্ড তা নিয়ে ১টা রহস্য
উপন্যাস লেখা যেতে পারে,
পৃথিবীর গঠন পিংপং বলের
গঠনতন্ত্রের জেরক্স, কিন্তু আয়তন বিষয়ে কথা
বললে ৬৪ জি বি মেমোরি লাশ হয়ে যাবে,
পিংপং বলের স্বপ্ন মনখারাপ নিদ্রাহীনতা
অথবা নৃত্যকলা বিষয়ে দিগগজ শিমুলতুলো
কিছুই জানে না,
এর কারণ হতে পারে, কর্কটক্রান্তি রেখা
বিষুবরেখাকে ৭/৪, ৫/২, এবং ৬/৩ বিষয়ে
যে রিপোর্টাজ দেয় তা অন্তঃসারহীন
বুদবুদ,
এ-সবের বাইরে যখনই চৌকো টেবিলে
সাদা পিংপং বলটি নাচতে শুরু করে, তখনই
মগজের সুহানা কোষে,
ঘুমন্ত বরফে আগুন জ্বলে ওঠে...

No comments:
Post a Comment