Monday, July 20, 2020

|| আমিনুল ইসলাম-এর কবিতা ||

|| সাপ্তাহিক ব্ল্যালহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...|| 
|| দ্বিতীয় বর্ষ ||













আমিনুল ইসলাম

স্টিম ও স্টিমার___
আমার ভেতর থেকে আমি বেড়িয়ে যায়
২ই হাত ২ই কাধের থেকে ভেসে আসে
ভিতরে পাখি উড়ছিল যখন...
প্রখর রোদে ভাবনারা গাছ হয়ে দাঁড়ায়!
পথিকের সঙ্গোপন
কিছু ভাব ও অভাব বিনিময়...
ওটি থেকে বেড়িয়ে গেলেন ডাক্তার
বেদনাদের মুছে দিচ্ছিলো ওয়াইপার
হাসিরা তলপেটে উল্কি আঁকছিল যখন
কল্কি সেজে উড়েযাচ্ছিল বাতাস...
মৌচাক প্রদক্ষিনের সময় কতো ডিগ্রী উত্তাপ
জানা নেই
এই না জানা না পারা নিয়ে ১টি শরীর
আর ১টি শরীরে অস্ত যাওয়ার খোয়াইশে
লুকিয়ে রাখে ডানা
সব চাওয়ার প্রাপ্তি যোগ নেই
এই যোগ-বিয়োগেই অন্যমনষ্ক বলটি আউটলাইন
অতিক্রম করে যাচ্ছিল...

No comments: