|| সাপ্তাহিক ব্ল্যালহোল ওয়েবজিন ||
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
|| দ্বিতীয় বর্ষ ||
বিশ্বজিৎ দাস
অরোরিনের পাঁচসাত____২
কদমের বনে কানু ছোঁড়ার রোমান্সের আখড়া। অশ্লীল সব কান্ড কারখানা করে বসে। ঠিক যেমনটা আজ থেকে পঞ্চাশ ষাট লক্ষ বছর আগে অরোরিন করেছিল। পায়ের গোড়ালি হয়ে বেড়ে ওঠা হাঁটুর মাথাতে ছিল, প্রস্তাবিত সম্পর্কের বিবাহগোলাপ এবং সেই মতো একদিন একদিন করে স্বপ্নাদেশ আর নারীর স্পর্শকাতর ইতিহাস। সেই ইতিহাসের একটি নিমগাছ রয়ে গেছে। ওখানে তখনো কোনো উপস্থিতি ছিল না; শ্যাওলা ছাড়া। একটা নিতান্ত মেঘলা সবুজের ডাকে সময় বদল করেছে মস্তিষ্ক! যদিও লুসির সঙ্গে সাদৃশ্যগত সম্পর্ক রয়েছে। তবুও তিরিশ লক্ষ বছর আগের অরোরিন, লুসির ফ্যামিলি ট্রি'র বুকে শুয়ে শুয়ে মাথার হাড়ের কাছে জেগে ওঠে আর ফিমার দিয়ে একটু একটু করে চলতে শেখে। প্রেম আসে হ্রদের, ঝরনার মতো চিরসবুজ নেভানো আলোয়... জন্মকাতরতা ভুলে ওরা, এক শুষ্কপ্রবণতা হয়ে যায়; একলা হয়ে থাকার ঝড় আসে। ইম্পালা, পাতাবানরের মতো গভীর বনের আরো গভীরে মনসামঙ্গলের অলৌকিক দুপায়ে মিশে থাকে; আমাদের সর্পিল উরুর এক নিঃসঙ্গ বেদনায়... কেউ আবার দয়া করে উরুগুয়ের ফুটবল ম্যাচ ভাববেন না! প্রয়োজনে সিটিস্ক্যান করে দেখিয়ে দেব গোবিন্দদাসের কড়চা! দিন শেষ, কথাও শেষ। কেন মিছে বকি এইসব?
|| দ্বিতীয় বর্ষ ||
বিশ্বজিৎ দাস
অরোরিনের পাঁচসাত____২
কদমের বনে কানু ছোঁড়ার রোমান্সের আখড়া। অশ্লীল সব কান্ড কারখানা করে বসে। ঠিক যেমনটা আজ থেকে পঞ্চাশ ষাট লক্ষ বছর আগে অরোরিন করেছিল। পায়ের গোড়ালি হয়ে বেড়ে ওঠা হাঁটুর মাথাতে ছিল, প্রস্তাবিত সম্পর্কের বিবাহগোলাপ এবং সেই মতো একদিন একদিন করে স্বপ্নাদেশ আর নারীর স্পর্শকাতর ইতিহাস। সেই ইতিহাসের একটি নিমগাছ রয়ে গেছে। ওখানে তখনো কোনো উপস্থিতি ছিল না; শ্যাওলা ছাড়া। একটা নিতান্ত মেঘলা সবুজের ডাকে সময় বদল করেছে মস্তিষ্ক! যদিও লুসির সঙ্গে সাদৃশ্যগত সম্পর্ক রয়েছে। তবুও তিরিশ লক্ষ বছর আগের অরোরিন, লুসির ফ্যামিলি ট্রি'র বুকে শুয়ে শুয়ে মাথার হাড়ের কাছে জেগে ওঠে আর ফিমার দিয়ে একটু একটু করে চলতে শেখে। প্রেম আসে হ্রদের, ঝরনার মতো চিরসবুজ নেভানো আলোয়... জন্মকাতরতা ভুলে ওরা, এক শুষ্কপ্রবণতা হয়ে যায়; একলা হয়ে থাকার ঝড় আসে। ইম্পালা, পাতাবানরের মতো গভীর বনের আরো গভীরে মনসামঙ্গলের অলৌকিক দুপায়ে মিশে থাকে; আমাদের সর্পিল উরুর এক নিঃসঙ্গ বেদনায়... কেউ আবার দয়া করে উরুগুয়ের ফুটবল ম্যাচ ভাববেন না! প্রয়োজনে সিটিস্ক্যান করে দেখিয়ে দেব গোবিন্দদাসের কড়চা! দিন শেষ, কথাও শেষ। কেন মিছে বকি এইসব?

1 comment:
বেশ ভালো লাগলো বিশ্বজিৎ। ভালোবাসা।
Post a Comment